এই জিনিসগুলো ব্যবহার করে পরিষ্কার রাখুন রান্নাঘর, শিখে নিন পদ্ধতি









নিজস্ব প্রতিবেদন: দৈনন্দিন বিভিন্ন কাজের মধ্যে গৃহিনীদের জন্য রান্নাঘর পরিষ্কার রাখাটা কিন্তু একটা বেশ চাপের কাজ বলা যায়। সারাটা দিন বিভিন্ন রান্নার কারণে এবং অন্যান্য কাজের জন্য রান্নাঘর নোংরা হয়ে যায়। অনেকেই এটা পরিষ্কার করতে গিয়ে বেশ সমস্যার মুখোমুখি হয়ে থাকেন।
তবে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন পদ্ধতি শেয়ার করে নেব যার সাহায্যে আপনাদের রান্না ঘর পরিষ্কার রাখতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না।। চলুন তাহলে সময় নষ্ট না করে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক।




১) ডাস্টারের ব্যবহার করুন:
রান্নাঘর পরিষ্কার করার কাজে আপনারা ডাস্টার ব্যবহার করতে পারেন।ডাস্টিং এর অভাবে ধীরে ধীরে ময়লা বাড়তে থাকে এবং পুরো রান্নাঘর নোংরা হয়ে যায়। সবচেয়ে ভালো উপায় হল একটি ভেজা এবং একটি শুকনো কাপড় রাখা। এটা খুব ভালো ভাবে কাজ করে পরিষ্কার করার জন্য। কিচেন কাউণ্টার এর জন্য একটা ডাস্টার রাখুন।




২) ডাস্টবিন রেখে দিন:
রান্নাঘরের অপ্রয়োজনীয় জিনিসগুলো সাথে সাথেই ফেলে দেওয়ার জন্য আপনাদের ডাস্টবিন রেখে দিতে হবে। পেঁয়াজ রসুন থেকে শুরু করে সবজি কাটার সাথে সাথে তার খোসা ডাস্টবিনে ফেলে দিন। তবে ভেজা বর্জ্য কখনই রান্নাঘরের ডাস্টবিনে ফেলা উচিত নয়।




৩)রাবার ব্যান্ড ব্যবহার:
সুজি, হলুদ থেকে শুরু করে অনেক খাদ্যদ্রব্য বা মসলা কিন্তু প্যাকেটের মধ্যে পাওয়া গিয়ে থাকে।কিছু জিনিস আছে যা আমরা প্যাকেটে রাখি। এ কারণে তা খুলে রাখার সময় পড়ে যায়। এই জাতীয় জিনিসগুলিতে সর্বদা একটি রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখুন।




৪) তোওয়ালের ব্যবহার:
রান্নাঘরে বিভিন্ন কাজ করার পর কিন্তু আমাদের বারংবার হাত ধুতে হয়।হাত ধোয়ার পর শুকনো কাপড় দিয়ে পরিষ্কার না করলে মেঝে ভেজা ও নোংরা হয়ে যায়। রান্নাঘরে আলাদা তোয়ালে রাখলে ভালো হয়। দেখবেন এতে রান্নাঘর পরিষ্কার থাকছে আর অন্য কোন অসুবিধাও হচ্ছে না।











