সংসারের অর্ধেক খাটনি কমাতে মাথায় রাখুন এই ৮টি দুর্দান্ত কিচেন টিপস, যা অনেকেই জানে না

নিজস্ব প্রতিবেদন: দৈনন্দিন জীবনে বিভিন্ন সংসারের কাজ সহজ করে তোলার জন্য অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের টিপস কাজে লাগিয়ে থাকেন। আজকের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে নতুন গৃহিণীদের জন্য আমরা এরকমই একটি টিপস শেয়ার করে নিতে চলেছি। চলুন তাহলে সময় নষ্ট না করে এই টিপসগুলো জেনে নেওয়া যাক।

১) শীতকালে যখন বিছানার উপরে কম্বল রাখা হয় তখন কিন্তু সেটা চারপাশে খুব ছড়িয়ে থাকে যার ফলস্বরূপ বিছানা দেখতে অত্যন্ত খারাপ লাগে। তবে দু দিক থেকে ফোল্ড করে যদি এর একটা দিক অন্য দিকের মধ্যে আপনারা জুড়ে দেন সে ক্ষেত্রে কিন্তু কম্বলটা দেখতে যেমন সুন্দর লাগবে ঠিক তেমনভাবেই আপনাদের আর কোন সমস্যা হবে না।

২) বাড়িতে যখন দরজা বা জানলায় পর্দা লাগানো হয় তখন কিন্তু আমাদের বেশ সমস্যার মুখোমুখি করতে হয় কারণ এগুলোতে গিট বাধা যায় না। সেই জায়গায় আপনারা দাঁড়িয়ে যদি কোন হাতের বালা, পর্দার মধ্যে পেঁচিয়ে দেন তাহলে কিন্তু আর কোন সমস্যা হবে না।

৩) শীতকালে যখন সোয়েটার পড়ে কাজ করেন গৃহিণীরা তখন কিন্তু সোয়েটার কাজ করার সময় নেমে গেলে খুব সমস্যায় পড়তে হয়। এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা একটা রাবার ব্যান্ড নিয়ে সোয়েটারের উপরে রেখে দিতে পারেন।

৪) শীতকালে নারকেল তেল মাখার আগে লক্ষ্য করবেন এটা কিন্তু জমাট বেঁধে যায়। যাতে এই সমস্যাটা না হয় তার জন্য আপনারা গরম জলের উপর কিছুক্ষণ তেল বসিয়ে রাখতে পারেন তাহলেই কিন্তু এটা গলে যাবে।

৫) এবার একটা চিরুনি পরিস্কারের টিপস আপনাদের জানাবো। চিরুনি পরিষ্কার করার জন্য আপনাদের প্রথমেই একটা পলিব্যাগ নিয়ে নিতে হবে এবং তার উপরে চিরুনিটাকে গেঁথে দিয়ে আস্তে করে টেনে বের করে নিয়ে আসতে হবে। এই কাজটি বোঝার জন্য আপনারা প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন।

৬) খুব বেশি দিন বাড়িতে চুড়ি বা বালা পড়ে থাকলে সেগুলো কিন্তু সাইজে ছোট হয়ে যায় এবং হাতে আর ঢোকানো যায় না। সেই ক্ষেত্রে আপনারা পলিথিনের উপর দিয়ে খুব সহজেই এই চুড়ি বা বালা কিন্তু হাতে পড়ে নিতে পারেন।

৭) প্রতিবেদনের সাত নম্বরে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করে নেব সেটা মহিলাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মাসিক ঋতুস্রাবের সময় অনেক ক্ষেত্রেই আর্থিক দুরবস্থার কারণে কিন্তু অনেকে বেশি প্যাড ইউজ করতে পারেন না। এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা একটা প্যাডের উপরে বেশ কয়েকটা টিস্যু পেপার কম খরচে রেখে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকের থেকে বেশি সময় এটা চলবে।

৮) চলে আসা যাক আমাদের আজকের এই প্রতিবেদনের সর্বশেষ টিপসে। বাড়ির বিভিন্ন অপরিষ্কার জিনিস বা জায়গা পরিষ্কার করার সময় অনেক ক্ষেত্রে আমরা খোলা হাতেই কাজ করে থাকি। যেহেতু এতে জীবাণুর প্রকোপ বৃদ্ধি পায় তাই এটা একেবারেই উচিত নয়। যদি আপনাদের কাছে গ্লাভস না থাকে সেক্ষেত্রে কিন্তু হাতে একটা পলিব্যাগ পড়েও আপনারা নিজেদের কাজ শেষ করে নিতে পারেন।

Back to top button