মাত্র ১ চামচ লেবু গাছে প্রয়োগ করে ফেলুন এই জিনিস, ফুলে ফলে ভরে যাবে গাছ, শিখে নিন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন: বহু মানুষ রয়েছেন যারা বাড়িতে ফল এবং বিভিন্ন ধরনের সবজির গাছ লাগাতে খুবই পছন্দ করে থাকেন। যদি আপনিও এই সমস্ত মানুষদের তালিকায় থাকেন সেক্ষেত্রে আপনাদের বাড়িতেও অবশ্যই লেবু গাছ রয়েছে। তবে শুধুমাত্র গাছ লাগালেই তো হলো না ,এই গাছের বিশেষ যত্ন করাটাও কিন্তু প্রয়োজন।

অনেক ক্ষেত্রেই দেখা যায় বাড়িতে থাকা লেবু গাছে ফুল বা ফল ধরে না,এছাড়াও নানান রকমের সমস্যা হয়ে থাকে। আসলে এই ঘটনাগুলো পুরোটাই নির্ভর করে আপনাদের পরিচর্যার উপরে। আপনি যদি সঠিকভাবে গাছের পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু অসুবিধা হবেই। আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই লেবু গাছের যত্ন নেওয়ার জন্য বিশেষ কিছু টিপস আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব।

১) লেবু গাছের যত্ন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কিন্তু সময়ে অসময়ে গাছের মধ্যে শুকনো ডালপালা থাকলে সেটাকে ছেঁটে পরিষ্কার করে দিতে হবে। গাছের গায়ে যদি কোন রকমের ধুলোবালি থাকে সেটা কেউ কিন্তু স্প্রে বোতলের মাধ্যমে জল দিয়ে পরিষ্কার করতে হবে।।

২) যদি গাছের মাটি খুব বেশি শুকিয়ে না যায় তাহলে কিন্তু একেবারেই জলের প্রয়োগ করবেন না। বেশি জল দিলে কিন্তু লেবু গাছের ফলন ভালো হবে না।

৩) লেবু গাছের পরিচর্যার জন্য সবার শেষে আমরা বলব একটি বিশেষ উপাদানের কথা যেটা আপনারা অবশ্যই একবার গাছে প্রয়োগ করে দেখুন।। গাছের গোড়ার মাটি খুড়ে নিয়ে দিয়ে দিতে হবে ১ চামচ হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োর বদলে গাছের গোড়ায় ১ চামচ শিংকুচিও প্রয়োগ করা যেতে পারে।উপাদানগুলি প্রয়োগ করা হয়ে গেলে ওপর থেকে মাটি দিয়ে দিতে হবে। তারপর গাছের গোড়ায় জল দিয়ে মাটি ভালো করে ভিজিয়ে নিতে হবে। এই সামান্য উপাদান থেকেই কিন্তু লেবু গাছ উপযুক্ত পুষ্টি রস পেয়ে যাবে এবং বাম্পার ফলন এনে দেবে।

Back to top button