জিও নিয়ে এলো গ্রাহকদের জন্য একেবারে জলের দামে রিচার্জ প্ল্যান, এই প্ল্যানের মাধ্যমে পাবেন সমস্ত সুযোগ সুবিধা









নিজস্ব প্রতিবেদন: বিগত কিছু সময় ধরেই কিন্তু আমাদের দেশের প্রতিটি টেলিকম কোম্পানির প্ল্যান এর দাম বিপুলভাবে বেড়ে গিয়েছে। তবে মুকেশ আম্বানি কর্তৃক পরিচালিত রিলায়েন্স জিও কিন্তু এখনো কিছুটা হলেও সস্তায় পরিষেবা দিয়ে চলেছে গ্রাহকদের। সম্প্রতি আবারও গ্রাহকদের আকৃষ্ট করার জন্য নিজেদের প্রিপেইড প্ল্যানে তারা নিয়ে এসেছে বড়সড়ো পরিবর্তন।
একেবারে শুরুর দিকে সস্তায় পরিষেবা দেওয়ার কারণে বেশিরভাগ মানুষ কিন্তু রিলায়েন্স জিও কে বেছে নিয়েছিল। কিন্তু বিগত কয়েক বছরে প্ল্যানের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অনেকেই আবার অন্যান্য টেলিকম কোম্পানি গুলির দিকে ঝুঁকে যায়। তবে আবারো ধীরে ধীরে উন্নত হয়ে চলেছে তাদের পরিষেবা। গ্রাহকদের কথা মাথায় রেখে সম্প্রতি জলের দামে কিছু প্ল্যান নিয়ে এসেছে জিও। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই প্ল্যান গুলি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব।




এই প্রতিবেদনে আমরা যে দুটি রিচার্জ প্ল্যানের সম্পর্কে বলতে চলেছি তাতে গ্রাহকরা রিচার্জ করে প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন, তার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং এবং একগুচ্ছ সুবিধা। রয়েছে বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে। নতুন এই দুটি রিচার্জ প্ল্যান হল ৩৪৯ টাকা এবং ৮৯৯ টাকা। যদি আলাদাভাবে দুটো প্ল্যান আপনাদের বিশ্লেষণ করি সেক্ষেত্রে কেমন দেখাবে আসুন সেটাও একটু বলে দিই।




৩৪৯ টাকার রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে:
জিওর ৩৪৯ টাকার রিচার্জ যদি আপনি করেন সে ক্ষেত্রে গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা,প্রতিদিন ১০০ টি করে এসএমএস ও ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পেয়ে যাবেন। পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে জিও অ্যাপ্লিকেশন গুলির সমস্ত সাবস্ক্রিপশন আপনারা পেয়ে যাবেন বিনামূল্যে। এই প্ল্যানটির বৈধতা থাকছে একমাস অর্থাৎ ৩০ দিন।




৮৯৯ টাকার প্ল্যানের ক্ষেত্রে:
শুরুতেই জানিয়ে রাখি এই রিচার্জ প্ল্যানটির বৈধতা থাকবে ৯০ দিন অর্থাৎ তিন মাস। প্রথম প্ল্যানটির মতন এখানেও আপনারা প্রতিদিন ২.৫gb ডাটা, ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন সমস্ত নেটওয়ার্কে। নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী এই দুটি জলের দরে প্ল্যানের মধ্যে যে কোন একটা কিন্তু আপনারা খুব সহজেই বেছে নিতে পারেন।











