নারী-পুরুষ নির্বিশেষে এই শপিংমলে পেয়ে যান কাজের বিশাল সুযোগ, ভুলেও করবেন না সুযোগ হাতছাড়া









নিজস্ব প্রতিবেদন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নিয়ে চলে এসেছি একটি শপিং মলে দারুণ বেতনে কাজের সুযোগ। আপনাদের মধ্যে অনেকেই বর্তমান সময়ে লকডাউন পরিস্থিতিতে কাজ হারিয়ে যাওয়ার ফলে চাপের মুখে রয়েছেন। তাদের কাছে কিন্তু এই প্রতিবেদনটি ভীষণ গুরুত্বপূর্ণ। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক
M BAZAR JOB RECRUITMENT 2023 :
মোট শূন্য পদের সংখ্যা:
মোট শূন্য পদ রয়েছে ৬২ টি। নারী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন।




শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা:
এই কাজের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাদের অষ্টম শ্রেণী পাস হলেই হয়ে যাবে। তবে এরপরেও কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা সেটা নিয়ে আবেদন করতে পারেন। কোন রকমের অভিজ্ঞতার প্রয়োজন নেই অর্থাৎ ফ্রেশারস রাও আবেদন করতে পারবেন।




বয়স সীমা:
এই কাজের জন্য ছেলেদের ক্ষেত্রে বয়সীমা থাকছে ১৮ থেকে ৪৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে থাকছে ১৮ থেকে ৩৫ বছর।




অন্যান্য কিছু বিষয়:
১) এখানে কাজের সময় থাকছে ৮ ঘণ্টা। পাশাপাশি এক ঘন্টার ব্রেক টাইম পাবেন আপনারা।
২) এখানে বেতন দেওয়া হবে ১২৩০০ টাকা থেকে ১৬৪০০ টাকা পর্যন্ত। পাশাপাশি,পিএফ ই,এস আই ওভারটাইম এবং বোনাসের সুবিধা পেয়ে যাবেন।




কাজের ভূমিকা:
1. Customer sales person
2. Retail store assistant
3. Billing
4. Back office executive
5. Mall sales executive.




কাজের লোকেশান:
এখানে আপনাদের কাজের লোকেশন থাকছে সমগ্র কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর, নদীয়া এবং হাওড়া।




আবেদন করার পদ্ধতি:
এই কাজের জন্য আবেদন করতে চাইলে আপনারা সরাসরি নিকটবর্তী মলে অথবা এর ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। পাঠক বন্ধুদের বোঝার সুবিধার্থে প্রতিবেদনের একদম শেষে একটি ভিডিও দেওয়া হয়েছে সেটাও দেখে নেওয়ার অনুরোধ রইলো।











