কলকাতার খুব কাছেই এই লোকেশনে পেয়ে যান একেবারে জলের দামে জমি, না দেখলে চরম মিস

নিজস্ব প্রতিবেদন: মানুষের কাছে থাকা অত্যন্ত মূল্যবান সম্পদ গুলোর মধ্যে রয়েছে জমি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের কাছে একটা দারুণ লোকেশনের জমির কথা শেয়ার করে নেব। খুবই কম খরচের মধ্যে এই জমিটা আপনারা পেয়ে যাবেন। এর আশেপাশের পরিবেশও খুবই ভালো, তাই আপনাদের কিন্তু অসুবিধা হবে না, কোন রকমের। চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

আমাদের আজকের লোকেশন হল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর ব্লকের রাধানগর। এখানে ২০ ফুট ক্যানেল রোডের পাশেই রয়েছে ১০০ কাঠা রেসিডেন্সিয়াল ল্যান্ড। এই লোকেশন থেকে সোনারপুর জংশন রেলওয়ে স্টেশন যেমন কমবেশি পাঁচ কিলোমিটারের দূরত্বে। তেমনভাবেই আরাপাঁচমোড় পেয়ে যাবেন কম-বেশি ২ কিলোমিটার এর মধ্যে।। যেহেতু একেবারে রাস্তার পাশেই জমি রয়েছে তাই যাতায়াতের ক্ষেত্রে আপনাদের কিন্তু কোন রকমের সমস্যার মুখোমুখি করতে হবে না।

ইতিমধ্যেই কিন্তু এই জমির আশেপাশে অনেক প্রজেক্টের কাজ শুরু হয়ে গিয়েছে। বাগানবাড়ি অথবা যে কোন প্রজেক্ট তৈরির জন্য এটা কিন্তু একেবারে আদর্শ লোকেশন। আবার আপনারা চাইলে ইনভেসমেন্ট পারপাসেও এটাকে কিনে রেখে দিতে পারেন ।ভবিষ্যতে খুব ভালো রিটার্ন পেয়ে যাবেন‌। সোনারপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে সহজেই অটো বা টোটো ধরে আপনারা রাধানগর স্কুল মোড়ে চলে আসতে পারবেন।। সেখান থেকে পায়ে হেঁটে কমবেশি 10 মিনিটের মধ্যেই চলে আসবেন এই জমিতে।

এই জমি থেকে মাত্র দুই কিলোমিটার এর দূরত্বের মধ্যেই রয়েছে আরাপাঁচ মোড় এবং বাজার। পাশাপাশি এখান থেকে ঘাসিয়ারা বাজার রয়েছে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরত্বে। এই জায়গাতেই একেবারে হাতের নাগালের মধ্যে স্কুল,কলেজ, ব্যাংক এবং এটিএম এর সুবিধাও পেয়ে যাচ্ছেন আপনারা। প্রতি কাঠা এখানে জমির দাম রাখা হয়েছে মাত্র ২ লক্ষ টাকা। যারা জমিগুলি কিনতে আগ্রহী রয়েছেন নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।
Contact :9073145145

Back to top button