কলকাতার বুকেই এই লোকেশনে পেয়ে যান একেবারে জলের দামে জমি, না দেখলেই চরম মিস

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজেদের বাড়ি অথবা যেকোন ব্যবসার কাজ শুরু করার জন্য ভালো লোকেশনে একটা জমির কিন্তু প্রত্যেক মানুষের প্রয়োজন।। তবে বেশিরভাগ ক্ষেত্রেই লোকেশন ভালো হলেও আমাদের হয়ত সেটা বাজেটের বাইরে চলে যায় যা সব থেকে বড় সমস্যার বিষয়। আসলে ঘনবসতির এই যুগে ভালো জমি খুঁজে পাওয়াটাই তো খুবই চাপের ব্যাপার।

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের এই সমস্যার কিছুটা হলেও সমাধান করার জন্য নিয়ে আসতে চলেছি একটি বিশেষ জমির খোঁজ। কলকাতার খুব নিকটেই আজ আমরা জমি দেখাবো যা সহজেই কিনে নিতে পারবেন আপনারা।

আজ আমরা যে জমিটির কথা বলব সেটা গড়িয়া রেলওয়ে স্টেশন থেকে কমবেশি ৫.৫ কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থিত। এটি হল সাত কাঠা শালি জমি। গড়িয়া গঙ্গাজোয়ারা মোড় থেকে এই জমির দূরত্ব কম বেশি ৫ মিনিট।জমিটির লাগোয়া আপনারা ১২ ফুটের কমন রাস্তা পেয়ে যাবেন। জমির খুব কাছেই আপনারা অন্যান্য সমস্ত বাড়ি ঘর এবং ইলেকট্রিকের সুব্যবস্থা পেয়ে যাবেন।কম বাজেটে সুন্দর নিরিবিলি পরিবেশে বাড়ি বানানোর জন্য একেবারে উপযুক্ত হল এই জমি।

সোনারপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে এই জমির দূরত্ব মাত্র ১০ মিনিট। গড়িয়া রেলওয়ে স্টেশন থেকে এই জমির দূরত্ব কম বেশি ১৫ মিনিট। পাশাপাশি এখান থেকে আপনারা কবি সুভাষ মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন কম-বেশি ১৮ মিনিটের দূরত্বে।

মোটামুটি একেবারে হাতের নাগালের মধ্যেই পেয়ে যাবেন ব্যাংক, এটিএম, গঙ্গাজোয়ারা বাজার, নয়াবাদ স্কুল, নার্সিংহোম এবং অটোস্ট্যান্ড। প্রতি কাঠা এই জমির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ ২৫ হাজার টাকা। যারা আগ্রহী রয়েছেন একেবারেই সময় নষ্ট না করে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে জমিটি কেনা নিয়ে বিস্তারিত কথা বলে ফেলুন।।
Contact : 9073145145.

Back to top button