কোনরকম ঝামেলা ছাড়াই এই দারুন বেতনে কাজের সুযোগ, না দেখলে চরম মিস করবেন

নিজস্ব প্রতিবেদন: এর আগেও বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আমরা পাঠক বন্ধুদের সঙ্গে নানান ধরনের জব আপডেট নিয়ে আলোচনা করেছি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা চলে এসেছি প্যান্টালুনস কোম্পানিতে অর্থাৎ শপিংমলে কাজের বিজ্ঞপ্তি সম্পর্কে বিশদ আলোচনা করতে। আপনাদের মধ্যে যারা কাজের খোঁজে রয়েছেন আজকের এই প্রতিবেদনটি ভুল করেও মিস করবেন না। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক।

Pantaloons company recruitment 2023:

কারা আবেদন করতে পারবেন?

এই কাজের জন্য ছেলে এবং মেয়ে নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন। বয়স সীমা থাকবে ১৮ থেকে ৪৫ এর মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা এবং বেতন:

বিভিন্ন পদ অনুযায়ী এখানে মাধ্যমিক পাস উচ্চমাধ্যমিক পাশ এবং স্নাতক পাসে লোক নেওয়া হবে।বেতন থাকবে ১২ হাজার থেকে ১৫৭০০ টাকা পর্যন্ত। সঙ্গে পিএফ আর ই এস আই এর সুবিধা ও আপনারা পেয়ে যাবেন। যে সমস্ত পদে লোক নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে সেলস এক্সিকিউটিভ এবং একাউন্টেন্ট।

কাজের লোকেশান:

এখানে কাজের লোকেশন থাকছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদীয়া, বর্ধমান কলকাতা এবং হাওড়া।

আপনারা যারা এই কাজের জন্য আবেদন করতে চান তারা এক্কেবারে দেরি না করে আমাদের প্রতিবেদনের শেষের দেওয়া ভিডিওটি দেখে আবেদন পদ্ধতি জমা করে ফেলুন।

Back to top button