দারুন বেতনে চলছে হিমালয় কোম্পানিতে বিশাল নিয়োগ, না দেখলে পস্তাবেন পরে









নিজস্ব প্রতিবেদন: জীবিকা নির্বাহের জন্য মানুষের কিন্তু একটা কাজ ভীষণভাবে প্রয়োজন। কারণ কাজ ছাড়া কখনোই নিজেদেরকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এদিকে লকডাউনের পর থেকেই কিন্তু আমাদের দেশে সরকারি আর বেসরকারি উভয় চাকরির পরিস্থিতি খুবই সংকটজনক জায়গায় পৌঁছেছে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই এই সমস্যার সমাধান করতেই হাজির হয়েছি। সম্প্রতি হিমালয়া কোম্পানির তরফ থেকে প্রচুর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ে ফেলুন।




Himalaya job recruitment 2023:
মোট শূন্য পদের সংখ্যা:
এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৫২ টি যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন। তবে অবশ্যই বয়স সীমার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত থাকবে।




বয়স সীমা:
ছেলেদের ক্ষেত্রে এই কাজের জন্য বয়স সীমা থাকছে ১৮ থেকে ৪৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৮ বছর।
কাজের সময় এবং বেতন:
এখানে কাজের সময় থাকছে ৮ থেকে ৯ ঘন্টা এবং বেতন থাকছে ১৫,১০০ টাকা থেকে ২৪,৭০০ টাকা পর্যন্ত।




শিক্ষাগত যোগ্যতা:
এখানে কাজ করতে গেলে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস। তবেই আপনারা আবেদন করতে পারবেন।
কাজের ভূমিকা:
1. Billing
2. order packaging
3. Data entry
4. Scanning
5. Dispute checking
6. Loading and unloading




কাজের লোকেশন:
এখানে কাজের লোকেশন থাকছে বাগবাজার, বালিগঞ্জ, দমদম, বাগুইহাটি, সায়েন্স সিটি, নিউ টাউন, কল্যাণী এবং হাওড়া।




কিভাবে আবেদন করবেন?
এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাদের আমাদের প্রতিবেদনের একদম শেষে থাকা ভিডিওটি দেখে নিতে হবে। সেখানেই বিস্তারিত আবেদন পদ্ধতি আলোচনা করা রয়েছে।











