কলকাতার খুব কাছেই প্রপার লোকেশানে জমিসহ বাড়ি এক্কেবারে জলের দামে, দেখে নিন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: বাড়ি হল মানুষের কাছে এমন একটা জায়গা যেখানে সারা দিনের খাটাখাটনির পরে একটু শান্তি পাওয়া যায়। অনেকেই আছেন যারা চেষ্টা করেন কর্মব্যস্ত জীবনের মধ্যে একটা সময় নিয়ে নির্দিষ্ট জায়গায় বাড়ি তৈরি করে নেওয়ার। কিছু মানুষের ক্ষেত্রে হয়তো এই স্বপ্ন নানান ধরনের বাধা-বিপত্তির কারণে পূর্ণ হয়ে ওঠে না।

সেই সমস্ত মানুষদের জন্যই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা একেবারে কম খরচের মধ্যে কলকাতার খুব কাছেই জমিসহ একটা রেডিমেড বাড়ি দেখাবো যা আপনারা কিনে কাল থেকেই বসবাস করতে পারবেন।। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই প্রতিবেদনটা শুরু করা যাক।

আমাদের আজকের লোকেশন হল হালিশহর। হালিশহর স্টেশন থেকে আপনারা খুব সহজেই টোটো করে লোকেশনে পৌঁছে যেতে পারবেন।২ কাঠা ৩ ছটাক জমির উপর এই বাড়িটা নির্মিত হয়েছে। এখানে আপনারা দুটো বিশালাকৃতির বেডরুম, একটা বড় সাইজের বারান্দা, একটা ড্রইং কাম ডাইনিং এরিয়া, একটি ঠাকুর ঘর এবং দুটো বাথরুম পেয়ে যাবেন। অর্থাৎ মধ্যবিত্ত সাধারণ মানুষের জন্য সমস্ত দিক থেকেই একেবারে উপযুক্ত এই বাড়ি। কোন ছোট ফ্যামিলি এখানে খুব সহজেই বসবাস করতে পারবেন।

সমস্ত দিক বিবেচনা করে এই বাড়িটার দাম রাখা হয়েছে 35 লক্ষ টাকা। যাদের বাজেট এই টাকার মধ্যে রয়েছে খুব সহজেই কিন্তু বাড়িটা কিনে নিতে পারেন। মোটামুটি একটু রং করে নেওয়া ছাড়া এই বাড়িটাতে বসবাস করার জন্য আপনাদের অতিরিক্ত কোন খরচ করতে হবে না।

ভালো লাগলে অবশ্যই আমাদের আজকের এই প্রতিবেদনটি শেয়ার করে নেবেন এবং নিজেদের মতামত কমেন্ট করে জানাবেন। বাড়িটি কিনতে আগ্রহী থাকলে নিচের দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করে ফেলুন।
Contact : 9330887554.

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/8EShEONNMU4

Back to top button