বাড়ির কাজ শেষ হয়ে যাবে নিমেষেই, ট্রাই করুন এই বিশেষ কিছু টিপস

নিজস্ব প্রতিবেদন: আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে সময়। সঠিক সময়ে যদি কাজ না করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অসুবিধা লক্ষ্য করা যায়। কিন্তু কিভাবে ঘরের কাজ সহজ করে তোলা যাবে সেটা সম্পর্কে আমাদের অনেকের কাছেই কোন স্পষ্ট ধারণা নেই।।

আজ তাই নিয়ে চলে এসেছি এই বিশেষ প্রতিবেদন যার মাধ্যমে এমন কিছু টিপস সম্পর্কে আপনাদের বলব যা খুব সহজেই আপনার কাজ সহজ করে তুলবে। প্রত্যেক গৃহিণীর কিন্তু এই টিপসগুলো জেনে রাখা প্রয়োজন।

১) আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা মসলাদানির বক্স থাকে যেটা কিছুদিন অন্তর অন্তর পরিষ্কার করা প্রয়োজন। কিন্তু আপনারা সহজেই এই বক্স কিন্তু নোংরা হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন। তার জন্য একটা কাগজ নিয়ে সেটাকে বক্সের ভেতরের অংশের সমান করে কেটে নিতে হবে।

এবার বক্সের ভেতরে এই কাগজটাকে বসিয়ে তার ওপর মসলাগুলো খুব সহজেই রেখে দিন। কোন কারনে ভেতরে মসলা পড়ে নোংরা হলে কাগজটা বের করে ছেড়ে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আলাদা করে আর ধোয়া মাজার দরকার হবে না।

২) আজকালকার দিনে অনেকেই রান্নার কাজে ননস্টিক করাই বা প্যান ব্যবহার করে থাকেন। সঠিকভাবে এই করাই পরিষ্কার না করলে কিন্তু অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। খুব বেশি সার্ফ বা সাবান দিয়ে এটা ঘষাঘষি করা উচিত নয়। এটি পরিষ্কার করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন টুথপেস্ট। একটু টুথপেস্ট লাগিয়ে হালকা করে যে কোন স্ক্রাবারের সাথে ঘষে দিলেই কিন্তু সমস্ত ময়লা উঠে যাবে।

৩) আমাদের অনেকের কিচেনেই কিন্তু প্লাস্টিকের টেবিল ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় এই টেবিলের গায়ে এতটাই নোংরা বসে যায় যে বলার মতন অবস্থা থাকে না। সেক্ষেত্রে একটু শ্যাম্পু ব্যবহার করে হালকা করে ব্রাশ দিয়ে আপনারা ঘষে নিতে পারেন। দেখবেন খুব সহজেই সমস্ত ময়লা উঠে গিয়েছে।

৪) টাইলসের উপরে কোন কারণে তেল পড়ে গেলে অনেকেই কিন্তু বেশ সমস্যার মুখোমুখি হন। এর জন্য আপনারা টিস্যু পেপার দিয়ে প্রথমে তেল মুছে নিতে পারেন এবং সেই জায়গায় আটা ছড়িয়ে দিতে পারেন। দেখবেন খুব সহজেই টাইলসের পিচ্ছিল ভাব চলে গিয়েছে।

৫) দৈনন্দিন কাজের পরে অনেক সময় কিন্তু হাত দিয়ে আমাদের নানান ধরনের দুর্গন্ধ চলে আসে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে কোন টি ব্যাগ নিয়ে একটু হাতে ঘষে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। দেখবেন খুব সহজেই দুর্গন্ধ চলে গিয়েছে।

৬) শীতকালের শুরুর দিকেই কিন্তু দেখবেন পায়ে ফাটলের সমস্যা দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণ গরম জল করে নেবেন। তারপর কিছুক্ষণ সেই পাত্রে ডুবিয়ে রেখে একটা পুরনো টুথব্রাশে পেস্ট লাগিয়ে কিছুক্ষণ ঘষে নেবেন ‌। এরপর ভালোভাবে স্ক্রাবারের সাহায্যে পা রাব করে নিয়ে যেকোনো মশ্চারাইজার ক্রিম বা তেল লাগিয়ে নিলেই কিন্তু দেখবেন ধীরে ধীরে সমস্যা দূর হয়ে যাচ্ছে।

Back to top button