লম্বা জমিতে এইভাবে বানিয়ে ফেলুন ৫ বেডরুমের বাড়ি, খরচের পরিমাণ এবং আধুনিক ডিজাইনসহ রইলো বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে বাড়ি হল এমন একটা জায়গা যেখানে সারা দিনের কাজের পরে একটু শান্তিতে আশ্রয় পাওয়া যায়।। এবার সেই বাড়ি যদি একটু নিজের মনের মতন না হয় তাহলে কেমন লাগবে বলুন তো! আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের সাথে একটা দারুন বাড়ির পরিকল্পনা শেয়ার করে নিতে চলেছি।

আপনাদের মধ্যে অনেকেই হয়তো সম্প্রতি বাড়ি তৈরি করার কথা চিন্তাভাবনা করছেন, তারা আমাদের এই ডিজাইনের উপরে কাজ করতে পারেন। লম্বা জমিতে ৫ বেড রুমের একটি বাড়ির ডিজাইন আজ আপনাদের দেখাবো। ভীষণ সুন্দরভাবে এই বাড়িটাকে কিন্তু ডেকোরেট করা হয়েছে। প্রতিবেদনের সঙ্গেই একটি ভিডিও রয়েছে। সেখানে আপনারা বিস্তারিত থ্রিডি অ্যানিমেশন সহকারে সবকিছু দেখতে পারবেন।

বাড়িটির প্রবেশ পথের শুরুতেই রাখা হয়েছে সিঁড়ির ঘর। এই সিঁড়ির ঘর দিয়ে ঢুকলেই আপনারা পেয়ে যাচ্ছেন ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাথেই কিন্তু ডাইনিং রুম রাখা হয়েছে, যাতে আলাদা করে খরচ না হয় বা অসুবিধা না হয়। সিঁড়ির ঘরের ঠিক পাশে অর্থাৎ বাড়ির একেবারে সামনের দিকে অ্যাটাচ টয়লেট সহ একটি মাস্টার বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এই বেডরুমের সাথে কিন্তু একটা ছোট্ট বারান্দাও থাকবে।

তারপর ডাইনিং রুমের ঠিক ডানদিকে পরপর আরো দুটো বেডরুম আপনারা পেয়ে যাবেন। এবার ডাইনিং রুম থেকে সোজাসুজি বেরোলেই আপনারা পেয়ে যাবেন বাম দিকে কিচেন এবং ডান দিকে পরপর দুটো টয়লেট। এর মধ্যে একটা টয়লেট থাকবে পেছনের দিকে থাকা বেডরুমের সঙ্গে এটাচ অবস্থায়।বাড়ির একেবারে পেছনের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন পরপর দুটি বেডরুম।

অর্থাৎ এই বাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটি বেডরুম, তিনটি বাথরুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, কিচেন এবং একটি বারান্দা। মোটামুটি যে কোন ছোট বা মাঝারি ফ্যামিলির জন্য এই বাড়িটি কিন্তু একেবারেই আদর্শ। যদি আপনাদের জমি লম্বাটে ধরনের হয়ে থাকে তাহলে খুব সহজেই এই ধরনের একটা ডিজাইনের বাড়ি আপনারা তৈরি করতে পারবেন। মোটামুটি ভালোভাবে ফ্লোরিং এবং ইন্টেরিয়ার ডেকোরেশন করলে এই বাড়িটি তৈরি করতে আপনাদের খরচ হবে প্রায় 30 লক্ষ টাকার কাছাকাছি। কেমন লাগলো এই ডিজাইনটি তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/LmFKckTgtyI

Back to top button