কোনরকম ঝামেলা ছাড়াই এইভাবে তৈরি করে ফেলুন ৪ বেডরুমের একতলা বাড়ি, খরচের পরিমাণ এবং আধুনিক ডিজাইন সহ রইল বিস্তারিত









নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি ভালো পরিকল্পনা সহ বাড়ি তৈরি করতে আগ্রহী রয়েছেন? তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নিন। আজকের এই বিশেষ প্রতিবেদনে দারুন ডিজাইন সহ একটা চার বেডরুমের একতলা বাড়ির সম্পর্কে আমরা আলোচনা করব। মোটামুটি মধ্যবিত্ত সাধারণ মানুষের কথা চিন্তা-ভাবনা করেই এই বাড়িটা প্রস্তুত করা হয়েছে এবং আশা করছি আপনাদের সকলেরই পরিকল্পনাটি বেশ ভালো লাগবে।।




এই পরিকল্পনা অনুযায়ী বাড়িটির একেবারে প্রবেশ পথের শুরুতেই রাখা হয়েছে সিঁড়ির ঘর। সিঁড়ির ঘরে যথেষ্ট জায়গা রয়েছে অর্থাৎ আপনাদের দু চাকা যানবাহন থাকলে আপনারা এখানে পার্কিং করতে পারবেন।। সিঁড়ির ঘরের দুই দিকে থাকছে দুটো মাস্টার বেডরুম। এই দুটো বেডরুমের মধ্যে এটাচ বারান্দা এবং একটি বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। সিঁড়ির ঘর থেকে সোজাসুজি বেরোলেই আপনারা পেয়ে যাবেন ডাইনিং কাম লিভিং এরিয়া যার ঠিক ডান দিকে রয়েছে একটি কমন টয়লেট এবং সোজাসুজি রয়েছে বাড়ির কিচেন।
কিচেনের ঠিক দুই দিকে আরও দুটি মিডিয়াম সাইজের বেডরুম তৈরি করা হয়েছে। এবার আপনাদের যদি বাড়ির সদস্য সংখ্যা কম থাকে সে ক্ষেত্রে এর মধ্যে একটি বেডরুমকে কিন্তু আপনারা স্টাডি রুম বা অন্য কোন কাজে লাগাতে পারেন। মোটামুটি এই পরিকল্পনাটি মাথায় রেখে বাড়ি তৈরি করতে গেলে আপনাদের খরচ পড়বে প্রায় 21 থেকে 22 লক্ষ টাকার কাছাকাছি। তবে আপনারা যদি ডেকোরেশন এবং রংয়ের খরচ কিছুটা এদিক ওদিক করতে পারেন সে ক্ষেত্রে কিন্তু মোটামুটি ১৭ কিংবা ১৮ লক্ষ টাকার মধ্যেই এই বাড়িটা তৈরি করা সম্ভব।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/LL9XkahMMbo











