ক্রমশ বাড়ছে অর্থনৈতিক সমস্যা! বাড়ির এই দিকে রাখুন লাফিং বুদ্ধ









নিজস্ব প্রতিবেদন: আমাদের জীবনের উন্নতিতে বহু জিনিসের ভূমিকা রয়েছে। নিজস্ব চেষ্টা ছাড়া কখনোই আমরা যেমন সফল হতে পারি না ঠিক তেমনভাবে এই ভাগ্য আমাদের সহায় না হলেও কিন্তু আমরা জীবনে এগিয়ে যেতে পারি না। অনেকেই হয়তো এই ভাগ্য বা জ্যোতিষের উপর বিশ্বাস করেন না।
তবে নিঃসন্দেহে বলতে পারি বহু মানুষ কিন্তু এর সাথে সম্পর্কযুক্ত রয়েছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই জ্যোতিষ শাস্ত্র বা আমাদের ভাগ্য নিয়েই একটি লেখনী নিয়ে হাজির হয়েছি। হয়তো আপনি এই সমস্ত জিনিসের বিশ্বাস করেন না! তবে একবার মেনে দেখতেও তো ক্ষতি নেই। ভালো বই খারাপ তো হবেনা।




আপনাদের মধ্যে অনেকেই হয়তো ঘর সাজানোর জন্য নানান ধরনের জিনিস নিয়ে আসেন। ফুলদানি থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনার শোপিস অনেক কিছুই রয়েছে তার মধ্যে। এই সমস্ত জিনিসের পাশাপাশি আপনারা কিন্তু আরও একটি বিশেষ জিনিস বাড়িতে রাখতে পারেন যা খুবই শুভ এবং কার্যকরী। কমবেশি আপনারা সকলে হয়তো এই জিনিসটির নাম শুনেছেন। এটি হলো লাফিং বুদ্ধ।
পাঠকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি লাফিং বুদ্ধকে সুখ আর সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে। তাই বিশ্বাস করা হয়, লাফিং বুদ্ধকে বাড়িতে আনা হয় তাহলে সুখ, সমৃদ্ধির জন্য। বাস্তুশাস্ত্রে এটাও বিশ্বাস করা হয় যে, লাফিং বুদ্ধ বাড়িতে রাখলে টাকা-পয়সা সংক্রান্ত সমস্যা মিটে যাবে।




এই কারণেই অনেকে অফিসের পাশাপাশি বাড়িতে লাফিং বুদ্ধ রাখেন। আপনি বাস্তুশাস্ত্র বা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী হলেন অবশ্যই কিন্তু এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। শুধুমাত্র বিভিন্ন সমস্যার দূরীকরণে নয় বাড়ির চারপাশে পজিটিভ এনার্জি ধরে রাখতেও কিন্তু এই লাফিং বুদ্ধ সাহায্য করে বলে জানা গিয়েছে। তবে লাফিং বুদ্ধ কিন্তু এক ধরনের হয় না অর্থাৎ এর মূর্তির বিভিন্ন ধরন রয়েছে। চীনের বসিন্দারা বিশ্বাস করে থাকেন এই প্রত্যেকটা মূর্তির ধরন অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ফলাফল দেখা দেয়।
উদাহরণস্বরূপ, লাফিং বুদ্ধ যদি তার উভয় হাত তুলে রাখে তাহলে বাড়ি বা দোকানে উন্নতি আসবেই। অন্যদিকে, নৌকা চালানোর সময় যদি লাফিং বুদ্ধ থাকে, তবে এটি সম্মান এবং খ্যাতি বৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়ে থাকে।তো পাঠক বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের মতামত কি! কথাতেই রয়েছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর! একবার অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।











