কোনরকম অভিজ্ঞতা ছাড়াই এই কোম্পানিতে দারুন বেতনে কাজের সুযোগ, না দেখলে চরম মিস









নিজস্ব প্রতিবেদন: বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশের যা অবস্থা তাতে কমবেশি বহু যুবক-যুবতীরাই বেকার হয়ে পড়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে যদি জীবিকা নির্বাহের জন্য একটা নির্দিষ্ট কর্মসংস্থান না তৈরি করা হয় তাহলে কিন্তু একটা সময়ের পর প্রচুর সমস্যা সৃষ্টি হবে।।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি দারুন বেতনে কাজের খোঁজ। আপনারা অনেকেই হয়তো সম্প্রতি বিভিন্ন কাজ হন্যে হয়ে খুঁজছেন। তারা অবশ্যই আমাদের প্রতিবেদনটা মনোযোগ সহকারে পড়ুন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিন। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব ফ্লিপকার্ট জব ভ্যাকেন্সির কথা।




Flipkart warehouse job recruitment 2023:
শূন্যপদের সংখ্যা এবং বয়সসীমা:
এখানে মোট শূন্য পদ রয়েছে ১৭০ এবং বয়স সীমা থাকছে ছেলেদের ক্ষেত্রে ১৮ থেকে ৪৫ এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৮ বছর। অর্থাৎ এই পদগুলির জন্য নারী-পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন।




কাজের সময়, বেতন এবং অন্যান্য সুবিধা:
এখানে কাজের সময় থাকছে ৯ থেকে ১০ ঘন্টা। বেতন পেয়ে যাচ্ছেন ১৪,৩০০ টাকা থেকে ১৯৭০০ টাকা পর্যন্ত। এছাড়াও আপনারা pf, ইএসআই এবং বোনাস আর ইন্সেন্টিভসহ অন্যান্য সুবিধা ও পেয়ে যাবেন। প্রয়োজনে কোম্পানির তরফ থেকে থাকা আর খাওয়ার সুবিধাও প্রদান করা হবে।




শিক্ষাগত যোগ্যতা:
একমাত্র অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস প্রার্থীরাই এখানে কিন্তু আবেদন করতে পারবেন।
কাজের ভূমিকা:
1. Packaging
2. Sales person
3. Store keeper
4. Billing (10th pass + basic computer knowledge)
5. Loading and unloading
6.others
এখানে কাজের লোকেশন থাকছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, হাওড়া, হরিণঘাটা, উত্তর চব্বিশ পরগনা, বর্ধমান এবং নদীয়া।




কিভাবে আবেদন করবেন?
এই পদ গুলোতে আবেদন করার জন্য আপনাকে নিজের দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি কোম্পানির সঙ্গে কথা বলে নিতে হবে। সেখান থেকেই আপনাকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।
Contact : 7596997765











