সোনার দামে এলো দারুণ পরিবর্তন, রেকর্ড দরের চেয়ে সস্তা ২,২০০ টাকা

নিজস্ব প্রতিবেদন: বিয়ের মরশুমে সবথেকে বেশি চাহিদা যদি কোন কিছুর থেকে থাকে সেটা হল সোনার গয়না। শীতের আমেজের সাথে সাথেই বিগত কয়েক মাস ধরে একের পর এক বিয়ে বাড়ি চলছে।। এমনকি চলতি গোটা ফাল্গুন মাস ধরেও রয়েছে একাধিক বিয়ের ডেট। তবে এই সময় যেভাবে সোনার দামের ওঠা নামা হচ্ছে তাতে সাধারণ মানুষ বেশ সমস্যার মধ্যে পড়েছেন তা বলাই যায়। সম্প্রতি আবারও হলুদ ধাতুর দামে এলো দারুন পরিবর্তন। আসুন জেনে নেওয়া যাক সাম্প্রতিক সোনার দর।

১) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে ২৩শে ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ৫৭,১৫০ টাকা দাড়িয়েছে।এদিন সোনার দাম কমেছে ১৫০ টাকা। অন্যদিকে বৃহস্পতিবার সকাল ৭টায় ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৫৪,২০০ টাকা হয়েছে, যা রেকর্ড দামের (৫৬,৪০০) থেকে ২২০০ টাকা কম। তবে এদিন কিন্তু হলমার্ক সোনার দাম বেড়েছে।২২ ক্যারাট হলমার্ক সোনার সকাল ৭টায় ১০ গ্রামের দাম‌ বৃহস্পতিবার ছিল ৫৫,০০০ টাকা।

২)এবার আসুন রুপোলি ধাতুর দাম জেনে নেওয়া যাক। বৃহস্পতিবার প্রতি কেজি রুপোর বাটের দাম ৩০০ টাকা বেড়ে ৬৬,২৫০ টাকা হয়েছে। অন্যদিকে প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ ৩০০ টাকা বেড়ে ৬৬,৩৫০ টাকা হয়েছে।

Back to top button