সোনার দামে এলো বিশাল পতন, রেকর্ড দরের চেয়ে সস্তা ২,৬০০ টাকা









নিজস্ব প্রতিবেদন: প্রাচীন কাল থেকেই মহিলারা কিন্তু সোনার গয়না পরতে ব্যাপক পছন্দ করে থাকেন । বিয়ের দিন হোক অথবা বিশেষ কোন অনুষ্ঠান সবকিছুতেই রয়েছে সোনার গুরুত্ব। কিন্তু মূল্যবৃদ্ধির বাজারে যেভাবে দিন প্রতিদিন সোনার গয়নার চাহিদা আর দাম দুটোই বেড়ে চলেছে তা সাধারণ মানুষের কাছে সত্যিই খুবই চিন্তার ব্যাপার।
আপনাদের মধ্যে অনেকেই হয়তো সোনা কেনার কথা চিন্তাভাবনা করছেন। তারা অবশ্যই কেনাকাটা করার আগে সোনার দৈনন্দিন দর জেনে নেবেন। যাতে পরে কোন সমস্যা না হয়। সম্প্রতি সোনার দামে এসেছে ব্যাপক পরিবর্তন। আসুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।




১) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে ৩ রা মার্চ অর্থাৎ শুক্রবার ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬,৭০০ টাকা। এদিন সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০ টাকা কমেছে। অন্যদিকে
কলকাতায় শুক্রবার সকাল ৭টায় ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৫৩,৮০০ টাকা হয়েছে,




যা রেকর্ড দামের (৫৬,৪০০) থেকে ২,৬০০ টাকা কম। করোনা আবহে এই রেকর্ড দাম ছাড়িয়েছিল। এদিন হলমার্ক সোনার দামেও এসেছে পরিবর্তন।প্রতি ১০ গ্রামে ৫০ টাকা হ্রাস পেয়ে এদিন
২২ ক্যারাট হলমার্ক সোনার সকাল ৭টায় ১০ গ্রামের দাম ছিল ৫৪,৬০০ টাকা।
২) এবার আসুন এক নজরে রুপোর দাম জেনে নেওয়া যাক।প্রতি কেজিতে ৭৫০ টাকা হ্রাস পেয়ে এদিন প্রতি কেজি রুপোর বাটের দাম ৬৩,৯৫০ টাকা হয়েছে। পাশাপাশি প্রতি কেজি খুচরো
৭৫০ টাকা কমে গিয়ে ৬৪,০৫০ টাকা হয়েছে।











