আবারো ঊর্ধ্বমুখী হল সোনার দাম, জেনে নিন সাম্প্রতিক হলুদ ধাতুর বাজার মূল্য









নিজস্ব প্রতিবেদন: বিগত বেশ কিছু সময় ধরেই পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন বাজারে সোনার দাম যেভাবে বেড়ে চলেছে তা সাধারণ মানুষের কাছে একটা দারুণ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেহেতু বিয়ের সিজন চলছে তাই সাধারণ মানুষের পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ীদেরও মনে আশঙ্কা দেখা দিয়েছে গহনার বিক্রি নিয়ে।
আপনাদের মধ্যে অনেকেই হয়তো সম্প্রতি গহনা কেনার কথা চিন্তাভাবনা করছেন। তাদের উদ্দেশ্যে আজ আমরা শেয়ার করে নিতে চলেছি, পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গার সোনার দর। চলুন আর সময় নষ্ট না করে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক।।




১) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে বুধবার অর্থাৎ ১৫ ই মার্চ ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৮,৩০০ টাকা।২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৮৫০ টাকা বৃদ্ধি পেয়েছে এদিন। পাশাপাশি বুধবার সকাল ৭টায় ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৫৫,৩০০ টাকা হয়েছে, যা রেকর্ড দামের (৫৬,৪০০) থেকে ১,১০০ টাকা কম। এদিন হলমার্ক সোনার দামও কিন্তু প্রচুর বেড়েছে।২২ ক্যারাট হলমার্ক সোনার সকাল ৭টায় ১০ গ্রামের দাম বুধবার দাঁড়িয়ে ছিল ৫৬,১৫০ টাকায়।
২) এবার আসুন এক ঝলক রুপোর দামের উপরেও নজর রাখা যাক। সোনার পাশাপাশি এদিন অর্থাৎ বুধবার রুপোর দামও কিন্তু উর্ধ্বমুখী হয়েছে।




বিভিন্ন রাজ্যের সোনার দর:
চেন্নাই:- ৫৮,৬৯০ টাকা
মুম্বাই:- ৫৭,৮৭০ টাকা
দিল্লি:- ৫৮,০২০ টাকা
ব্যাঙ্গালোর:- ৫৭,৯২০ টাকা
হায়দ্রাবাদ:- ৫৭,৮৭০ টাকা
সুরাট:- ৫৭,৯২০ টাকা
পুনে:- ৫৭,৮৭০ টাকা
বিশাখাপত্তনম:- ৫৭,৮৭০ টাকা
আহমেদাবাদ:- ৫৭,৯২০ টাকা
লখনউ:- ৫৮,০২০ টাকা
নাসিক:- ৫৭,৯০০ টাকা











