বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই পেয়ে যান টেলিকলারের কাজ, না দেখলে পস্তাবেন পরে









নিজস্ব প্রতিবেদন: আপনাদের মধ্যে অনেকেই হয়তো বর্তমানে একটা কাজের খোঁজে রয়েছেন।তাদের জন্যই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। আজ আমরা টেলিকলারের জব সম্পর্কে আপনাদের জানাবো যেটাতে গোটা রাজ্য জুড়েই প্রচুর পরিমাণে নিয়োগ চলছে। যারা এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন না অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন। দেখবেন অনেকটা হলেই কিন্তু আপনার কাজের সমস্যার সমাধান হয়ে যাবে।




টেলিকলারের পদের জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন। যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস আর আপনাদের অর্থাৎ আবেদনকারীদের বয়স সীমা থাকতে হবে ৪০ বছর পর্যন্ত। অবশ্যই কিন্তু আপনাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানে কাজের সময় থাকছে সকাল ১০ টা থেকে সন্ধে ছটা। রবিবার আপনারা ছুটি পেয়ে যাবেন।
বেতন দেওয়া হবে 9500 টাকা সাথে পিএফ আর ই এস আই এর সুবিধা ও কিন্তু পেয়ে যাবেন। যারা কাজের জন্য আগ্রহী রয়েছেন আর ভুল করেও দেরি করবেন না। দ্রুত নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে কাজের ব্যাপারে আবেদন করে বাকি তথ্য জেনে ফেলুন। এই ধরনের আরো কাজের আপডেট পেতে চাইলে নজর রাখতে থাকুন আমাদের পোর্টালের পাতায়।
Contact :9932699616











