কোন রকমের ইন্টারভিউ ছাড়াই পেয়ে যান মেডিসিন কোম্পানিতে কাজের সুযোগ,বিস্তারিত জানতে ক্লিক করুন লিংকে









নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু একটা কাজের চাহিদা রয়েছে। কারণ উপযুক্ত পরিমাণে অর্থ উপার্জন ছাড়া কখনোই নিজেদের জীবন কাটানো অথবা টিকে থাকা সম্ভব নয়। আজকে আমাদের বেকার ভাই বোনেদের তাই তাদের বেকারত্বের যন্ত্রণা থেকে রেহাই দিতে আমরা নিয়ে চলে এসেছি মেডিসিন কোম্পানিতে কাজের সুযোগ।
সম্প্রতি অ্যাপোলো ফার্মাসির তরফ থেকে এই কাজের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে এবং সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে হবে।




APOLLO PHARMACY JOB RECRUITMENT 2023
মোট শূন্য পদের সংখ্যা:
এখানে মোট শুন্য পদের সংখ্যা রয়েছে ১৫০টি, যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিছু শর্ত রয়েছে। যেমন এই ক্ষেত্রে ছেলেদের বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৪৫ বছর এবং মেয়েদের বয়স সীমা ১৮ থেকে ৩৫ বছর।




কাজের সময় এবং বেতন:
এখানে কাজের সময় থাকছে মোটামুটি ৯—১০ ঘন্টা। কোন ভারী কাজ আপনাকে করতে হবে না। বেতন পাবেন ১৫,৫০০—১৯,৫০০ টাকা পর্যন্ত। পাশাপাশি এখানে কর্মচারীদের পিএফ, ইএসআই, ওভারটাইম এবং বোনাসের সুবিধা দেওয়া হবে। যদি আপনারা কোন দূরের জায়গা থেকে এসে কাজ করেন সেক্ষেত্রে থাকা আর খাওয়ার সুবিধা ও প্রদান করা হবে।




শিক্ষাগত যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা হিসেবে মোটামুটি আপনাকে অষ্টম শ্রেণী থেকে মাধ্যমিক পাশের মধ্যে হতে হবে। এই যোগ্যতা থাকলে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন।
কাজের ভূমিকা:
1. Packaging (Madhyamik pass)
2.billing
3.leveling
4.scanning




কাজের লোকেশন:
এখানে আপনাদের কাজের লোকেশন থাকছে ধুলাগড়, নিউ আলিপুর, গড়িয়া, বালিগঞ্জ, সোদপুর,আগরপাড়া, মধ্যমগ্রাম, বর্ধমান এবং কলকাতা।




আবেদন পদ্ধতি:
আবেদন করার জন্য আপনাকে সরাসরি company এর HR-র সঙ্গে কথা বলে নিতে হবে। নিচে নম্বর দেওয়া রইল।
Contact :7596009721











