কোন ঝামেলা ছাড়াই পেয়ে যান Vivo store -এ কাজের সুযোগ, ভুলেও করবেন না সুযোগ হাতছাড়া









নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু মানুষ কিন্তু একটা ভালো কাজের খোঁজে রয়েছেন যাতে জীবনে টিকে থাকতে কোন সমস্যা না হয়। এর আগেও বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের জন্য নানান কাজের খোঁজ নিয়ে এসেছি যা থেকে বহু মানুষ উপকৃত হয়েছেন।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আবারো নিয়ে চলে এলাম ভিভো স্টোর এ কাজের সুযোগ। সম্প্রতি কিছুদিন আগেই এই ভিভো মোবাইল কোম্পানির তরফ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং প্রচুর পরিমাণে লোক নেওয়া হচ্ছে নানান কাজের জন্য।




যদি আপনারা এই পদগুলোর জন্য আবেদন করতে চান বা এই কাজটি করতে চান তাহলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে নিন। নয়তো দারুন বেতনের এই কাজ করার সুযোগ আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে।
Vivo Mobile job recruitment 2023:
কমবেশি আপনারা সকলে এই কোম্পানির সঙ্গে পরিচিত রয়েছেন। আপনার এলাকার আশেপাশে হয়তো ভিভো স্টোর দেখেওছেন। সেখানেই আপনাদের কাজ করতে হবে। এই সম্পর্কে জানতে হলে প্রতিবেদনের পরবর্তী অংশে চলে যান যেখান থেকে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন।




মোট শূন্যপদের সংখ্যা:
মোট শূন্য পদ রয়েছে ৭৬৫৮। এই পদগুলোতে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু কাজ করার জন্য আবেদন করতে পারেন। এখানে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং কোন রকমের টাকা লাগবে না।




কোন কোন পদে আবেদন করবেন?
1. Sales associate: sales worker, sales Clerks, retail Clerks, sales executive
2. Sales consultant
3. Sales representative
4. Security officer
5. Trainee
6.stock clerk
7.stocker/placer
8.warehouse associate-material handler.
9. Mobile accessories counter person
10. Mobile parts specialist
11. Cashier
12. Customer service assistant
13. Display assistant
14. Inventory Associate
15. Inventory taker
16. Order entry
17. Order filler
18. Paint specialist
19. Product demonstrator
20. Customer service associate
শিক্ষাগত যোগ্যতা:
এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে মোটামুটি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা এবং গ্রাজুয়েশনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বেসিক কম্পিউটার নলেজ জানা থাকলে ভালো হয়।




শর্তাবলী :
১) এই পদ গুলোতে আবেদন করার জন্য আপনাদের ১৮ থেকে ৫০ বছর বয়সের মধ্যে হতে হবে।
২) যদি আপনারা sc,st অথবা obc ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিছুটা বয়সের ছাড় পেতে পারেন।




আবেদন করার জন্য কি কি লাগবে?
এখানে আবেদন করার জন্য আপনার লাস্ট কোয়ালিফিকেশনের মার্কশিট এবং সার্টিফিকেট, আধার কার্ড,ভোটার কার্ড অথবা প্যান কার্ডের প্রয়োজন হবে। এছাড়াও দুই কপি ফটো হাতের সই এবং একটি বায়োডাটা লাগবে।
কিভাবে আবেদন করবেন?
এই পদগুলোতে আবেদন করার জন্য আপনারা নিকটবর্তী ভিভো স্টোরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কোম্পানির ওয়েব সাইটে চলে যেতে পারেন।।











