কলকাতার একদম কাছেই দুর্দান্ত লোকেশনে জলের দামে পান উঁচু জমি! না দেখলে মিস করবেন









নিজস্ব প্রতিবেদন: বরাবর থেকেই কিন্তু আধুনিক মানুষের জীবন যাপনের সাথে জমির এক প্রকার আলাদা সম্পর্ক রয়েছে। নিজেদের স্বপ্নের বাড়ি থেকে শুরু করে ব্যবসার কাজ কোনটাই কিন্তু প্রয়োজনীয় জায়গা অর্থাৎ জমি ছাড়া সম্ভব নয়। বিগত বেশকিছু সময়ে দেশে যেভাবে জনবসতি বেড়ে গিয়েছে তাতে কম খরচে আর জমি পাওয়া কিন্তু সম্ভব নয়।।
যদি স্বল্পমূল্যে জমি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আশেপাশের পরিবেশ বা লোকেশন নিয়ে আপোস করতেই হবে। কিন্তু তারপরেও চেষ্টা করলে কিন্তু আপনারা এমন অনেক জায়গার খোঁজ পেয়ে যাবেন যেখানে নিশ্চিন্তে জমি কিনে নিজেদের কাজ শুরু করা যেতে পারে।




পাঠকদের উদ্দেশ্যে আজ আমরা এরকমই জমির একটা খোঁজ শেয়ার করে নেব। আশা করছি আপনাদের আজকের প্রতিবেদন টা ভালো লাগবে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমাদের প্রতিবেদনের মূল পর্বে যাওয়া যাক।
আজ যে জমিটি সম্পর্কে আলোচনা করতে চলেছি তার পরিমাণ ১৫ কাঠা। সম্পূর্ণ উচু জমির রয়েছে তাই আপনাদের কোন অতিরিক্ত খরচ করবেনা। বারুইপুর রেলগেট থেকে ১০ মিনিট অটোতে আসলে আপনারা এই জমিটা পেয়ে যাবেন। জমিটি থেকে হাতের মুঠোতেই আপনারা পেয়ে যাবেন বাজার থেকে শুরু করে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ব্যাংক প্রায় সবকিছুই।




যেহেতু ক্যানিং হাইওয়ের কাছে এটি অবস্থিত, তাই যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত অসুবিধার মুখোমুখি আপনাদের কখনোই হতে হবে না। জমিটির সামনে দশ ফুটের কাঁচা রাস্তা রয়েছে যা খুব অল্প সময়ের মধ্যেই পাকা রাস্তায় পরিণত হয়ে যাবে। আসল জমিটির পরিমাণ হচ্ছে ৩৩ শতক বা ২০ কাঠা। এর মধ্যে থেকে শুধুমাত্র ১৫ কাঠা বিক্রি করা হচ্ছে।




আপনাদের মধ্যে কেউ কিনতে আগ্রহী থাকলে পুরো জমিটা একসঙ্গেও কিনতে পারেন আবার কেউ ভাগেও কিনতে পারেন। কোনরকম ঝঞ্ঝাট ছাড়াই এই জমিটি আপনারা নিজের বানিয়ে নিতে পারবেন। এখানে যে কোন বাগান বাড়ি থেকে শুরু করে বড় কোন প্রজেক্ট বা বৃদ্ধাশ্রম শুরু করা যেতে পারে। সুতরাং ক্রেতা হিসেবে নিশ্চিন্তে এগিয়ে আসুন। সমস্ত দিক বিবেচনা করে এই জমিটির দাম রাখা হয়েছে প্রতি কাঠা ৮০ হাজার টাকা।
এত স্বল্প খরচের সুন্দর জমি কিন্তু আর চট করে কোথাও পাবেন না।যদি কিনতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। এই ধরনের আরো জমি বা বাড়ির সম্পর্কে জানতে হলে আমাদের পোর্টালের উপর নজর রাখতে থাকুন।
Contact (owner) : 9064572992.











