মাত্র ৫০ টাকায় পেয়ে যান সুন্দর ডিজাইনের নাইটি! এখান থেকে কিনে শুরু করুন ব্যবসা, লাভ হবে প্রচুর

নিজস্ব প্রতিবেদন: আজকালকার দিনে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ যখন চাকরির ক্ষেত্রে হতাশ হয়ে পড়েছেন,তখন অনেকেই কিন্তু লাভের মুখ দেখাচ্ছে ব্যবসা। তবে আপনাদের সকলেরই জেনে রাখা উচিত যে ব্যবসার প্রথম এবং শেষ কথা হলো মুনাফা।

অর্থাৎ যদি আপনি একটি ভাল ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এই ব্যবসা থেকে উৎপন্ন প্রোডাক্ট বা বিক্রিত প্রোডাক্ট এর চাহিদা যেন সারা বছর ধরেই বাজারে একই রকমের থাকে এবং কখনোই কোনো পরিবর্তন না আসে।

যদি এই বিষয়টি মাথায় রেখে একটা স্পষ্ট ধারণা সহ আপনারা ব্যবসা শুরু করতে পারেন তাহলে কিন্তু কখনোই উপার্জন নিয়ে চিন্তা করতে হবে না। আজকের এই প্রতিবেদনে আমরা তেমনি একটি ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করে নেব। যদি আপনাদের প্রতিবেদনটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।

কিসের ব্যবসার কথা বলা হচ্ছে?

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সঙ্গে যে ব্যবসাটির কথা শেয়ার করে নিতে চলেছি সেটা হচ্ছে নাইটি, কুর্তি এবং আনুষঙ্গিক পণ্যের ব্যবসা। দৈনন্দিন জীবনে এই সমস্ত প্রোডাক্ট গুলির চাহিদা ঠিক কতখানি রয়েছে এবং ঠিক কতখানি এগুলো বিক্রি হয় তা কমবেশি আপনারা সকলেই জানেন।

সুতরাং দেশের যেকোনো বাজারেই আপনারা যদি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসার কাজ শুরু করেন তাহলে কিন্তু কখনো আর্থিক লোকসানের মুখোমুখি পড়বেন না। এই ব্যবসার প্রথম ধাপ হিসেবে পাইকারি মূল্যের যে কোন ভালো ম্যানুফ্যাকচারিং ইউনিট বা দোকান থেকে আপনাকে এই সমস্ত জিনিস অর্থাৎ নাইটি, কুর্তি প্রভৃতি কিনে নিয়ে আসতে হবে।

সব সময় একটু ইউনিক আর দারুণ কালেকশন আপনার দোকানে রাখার চেষ্টা করবেন। পাইকারি মার্কেট থেকে এগুলো কিনে নিয়ে আসার পরে লোকাল মার্কেটে সেই পণ্য আপনারা সহজেই বিক্রি করতে পারবেন। চাইলে অনলাইন প্লাটফর্ম কেউ আপনারা টার্গেট করতে পারেন।

যদি অনলাইন প্যাকেজিং এর মাধ্যমে বিক্রি করতে চান সেক্ষেত্রে প্রোডাক্ট এর গুণগত মান আর প্যাকিং দুটোই কিন্তু খুব সুন্দর ভাবে করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত একটা পণ্য সুন্দরভাবে প্যাকিং করা হচ্ছে সেটা কিন্তু ক্রেতাদের নজরে আসে না।

আজ আমরা আপনাদের সাথে এমন একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা শেয়ার করে দেবো যেখানে মাত্র ৫০ টাকায় আপনারা নাইটি পেয়ে যাবেন যদিও এটা সম্পূর্ণ অফার হিসেবে দেওয়া হচ্ছে। এছাড়াও পিওর কটনের নাইটি আপনারা এখানে পেয়ে যাবেন ১২৫ টাকা থেকে, পাশাপাশি মিক্স কটন থেকে শুরু করে রেয়ন, অথবা আরও বেশ কিছু প্রিন্টের ডিজাইন তো রয়েছেই।

এই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু কোন রকম ডিফেক্ট ছাড়া আপনাকে দেওয়া হবে। তাও কোনরকম সমস্যা থাকলে বা রং উঠে গেলে কিন্তু আপনারা এটাকে এক্সচেঞ্জ করেও নিতে পারবেন।

আজ আমরা আপনাদের সাথে এমন একটি ঠিকানা শেয়ার করে নিতে চলেছি যেখানে অত্যন্ত সুলভ মূল্যে আপনারা এই নাইটি গুলি পেয়ে যাবেন। তারপর লোকাল মার্কেটের কেমন চাহিদা রয়েছে তা হয়তো আপনাদের সকলেরই জানা। নাইটি কেনার জন্য প্রাথমিক দাম বা প্রাইমারি রেট পেতে আপনারা চলে যেতে পারেন নিচের দেওয়া ঠিকানায়।

Rupam dresses
Gobindopur, Santipur, Nadia, west bengal
Contact – 9749477640/9091296750…

Back to top button