হোলসেলের রেটে পেয়ে যান শীতের যেকোনো পোশাক! এখান থেকে কিনে ব্যবসা শুরু করলে লাভ হবে দুর্দান্ত









নিজস্ব প্রতিবেদন:- বর্তমান সময়ে আমাদের আশেপাশে একাধিক ধরনের ব্যবসা গড়ে উঠেছে । কেউ চায়ের দোকান খুলেছে কেউ নতুন রেস্তোরা করেছে কেউ আবার অন্য কোন ধরনের ব্যবসা করেছে। কিন্তু জামাকাপড় বিক্রি করা ব্যবসা খুব কম মানুষ খুলেছে। এই অপশনটিকে অনেকেই বর্তমান সময়ে কিন্তু বেছে নিচ্ছে। যেহেতু এখানে লাভ হয় তাই এই অপশনটিকে অনেকেই পছন্দ করছে চাইলে আপনিও শুরু করতে পারেন।




ব্যবসা শুরু করতে গেলে আপনার প্রাথমিকভাবে মনে হতেই পারে যে কোথায় জিনিসপত্র পাওয়া যাবে কিভাবে শুরু করব কত টাকা পুঁজি লাগবে এ ধরনের কথা । তবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে এমন একটি প্রতিষ্ঠানের কথা বলতে চলেছি যেখানে আপনি হোলসেল প্রাইজে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শীতের কাপড় এবং বিয়ে বাড়ির কাপড় । কারণ আগামী সময় শীতের পোশাক আরো ভীষণভাবে প্রয়োজন হতে পারে । তার পাশাপাশি যে কোন ধরনের পোশাক নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন এখানে।
সম্প্রতি প্রকাশিত youtube এর একটি ভিডিও থেকে জানা যাচ্ছে যে সত্যম ফ্যাশন নামক একটি দোকান রয়েছে যেটি দমদমে অবস্থিত । ঠিক এয়ারপোর্ট এর কাছাকাছি অবস্থিত । এই দোকানে আপনি শীতের বস্ত্র পেয়ে যাবেন । বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রঙের অত্যন্ত কম দামে । বলা যেতেই পারে হোলসেল প্রাইস এ । তবে তাদের কিছু শর্ত রয়েছে যেমন একটি কাপড় কিনলে হবে না । আপনাকে কিনতে হবে লট এ । এই ধরনের শর্তগুলি রয়েছে । বিস্তারিত জানতে ফোন নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করুন।
ফোন নাম্বার :- 8777351879











