মাত্র ১ টাকায় পেয়ে যান সিটি গোল্ডের দারুণ সুন্দর জুয়েলারী সেট! এখান থেকে কিনে ব্যবসা শুরু করলে লাভ হবে দুর্দান্ত

নিজস্ব প্রতিবেদন: ব্যবসা অনেক ধরনের হয়ে থাকে। আজ আমরা একটি নতুন ধরনের ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করে নেব যা বর্তমান সময়ে দাঁড়িয়ে ভীষণভাবে লাভজনক হতে চলেছে। আশা করছি আপনাদের এই ব্যবসার আইডিয়াটা পছন্দ হবে এবং কোন রকমের কোন সমস্যাও হবে না এই ব্যবসাটা শুরু করতে গেলে।

গ্রাম শহর নির্বিশেষে দেশের যে কোন জায়গাতেই কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এই ব্যবসাটি হল কসমেটিকসের ব্যবসা যা প্রত্যেকটি মহিলার চাহিদার মধ্যেই রয়েছে। চলুন এবার প্রতিবেদনের মূল পর্বে গিয়ে এই ব্যবসাটি কিভাবে শুরু করতে পারবেন সেই বিষয়ে জেনে নেওয়া যাক। কসমেটিক্স বলতে আমরা কিন্তু আজকে কোন রকমের ক্রিম লোশন এর কথা বলবো না আমরা বলব সিটি গোল্ডের জুয়েলারির কথা।

বাচ্চা থেকে বড় সকলের মধ্যেই কিন্তু সিটি গোল্ডের জুয়েলারি ভীষণভাবে চাহিদা রয়েছে। সোনার বিকল্প ধাতু হিসেবে এই সিটি গোল্ডের ব্যবহার বহু যুগ ধরেই রয়েছে আমাদের মধ্যে। আজ আমরা কলকাতার বুকে এমন একটি ঠিকানা শেয়ার করে দেবো যেখানে ১ টাকায় বিভিন্ন সিটি গোল্ড এর কানের আপনারা পেয়ে যাবেন।

এছাড়াও কিছু লেটেস্ট ডিজাইনের চেইন পেয়ে যাবেন মাত্র ৩ থেকে ৫ টাকার মধ্যে । এছাড়াও এখানে বিভিন্ন ধরনের নেকলেসের সেট, ৪৫ টাকার মধ্যে পলাবাঁধানো এবং ১৪ থেকে ২০ টাকার মধ্যে ডিজাইনার ঝুমকো পেয়ে যাবেন।

এই প্রত্যেকটা উপকরণের এই বাজারে কত চাহিদা রয়েছে সেই সম্পর্কে নিশ্চয়ই আপনাদের একটু হলেও ধারণা রয়েছে। এই পণ্যগুলো পাইকারি মার্কেটে কিনে আপনারা কিন্তু খুব সহজেই লোকাল মার্কেটে নিজেদের প্রফিট মারজিন রেখে বিক্রি করতে পারেন।

যদি নিজেদের স্টল বা দোকান না থাকে এবং সেরকম পুঁজি না থাকে সেক্ষেত্রে খুব সহজেই পাইকারি ধরে এই জিনিসগুলো কিনে আপনারা অনলাইনে লাইভ করেও কিন্তু বিক্রি করতে পারবেন। কসমেটিকসের ব্যবসা বা সিটি গোল্ডের জুয়েলারির ব্যবসা এমন একটি পণ্য যেখানে প্রায় ৫০ শতাংশের উপর লাভ রেখে আপনাদের ব্যবসা এগিয়ে যাবে।

যদি আপনারা ব্যবসা শুরু করতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে দ্রুত নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিন। তবে অবশ্যই পণ্য কেনার আগে একবার ভালোভাবে সমস্ত দিক যাচাই করে নেবেন।

Kaif jewellery
Kolkata Canning Street boro Bazar.
West Bengal, India

Seller contact number:
Md rashid- 8697268139
Md tausif – 7980815167
Md kaif- 8100211571.

Back to top button