বিশেষ কোন শিক্ষাগত যোগ্যতা ছাড়াই এই কোম্পানিতে পেয়ে যান কাজের সুযোগ, না দেখলে মিস করবেন









নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু মানুষ কিন্তু একটা ভালো কাজের খোঁজে রয়েছেন। যেই কাজ হবে সৎ পথে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই নানান রকমের ঠকবাজদের তালিকায় ভরে গিয়েছে আমাদের আশেপাশের পরিবেশ। অনেকেই আজকাল মূল্যবৃদ্ধির বাজারে চাকরি এবং ব্যবসা নিয়ে নানান রকমের দুর্নীতির সম্মুখীন হচ্ছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আজ আমরা নিয়ে চলে এসেছি একটি দারুণ কোম্পানিতে আপনাদের জন্য কাজের সুযোগ। দিন কয়েক আগেই শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।
Nestle company job recruitment 2023:
কারা আবেদন করতে পারবেন?
নারী পুরুষ নির্বিশেষে এখানে সকলেই আবেদন করতে পারবেন, তবে অবশ্যই থাকবে নির্দিষ্ট কিছু বয়স সীমা।




কাজের ভূমিকা:
এখানে কাজের ভূমিকা থাকছে প্যাকেজিং,পিকিং, বারকোড বসানো, কোয়ালিটি চেকিং এবং স্ক্যানিং। বিশেষ কোনো ভারী কাজ নয়, তাই মহিলারাও সহজে করতে পারবেন।




শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা:
বিভিন্ন পদ অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণী পাস, উচ্চমাধ্যমিক পাস এবং স্নাতক। ফ্রেশারসরাও আবেদন করতে পারেন।




বয়স সীমা এবং বেতনের পরিমাণ:
ছেলেদের ক্ষেত্রে এখানে বয়স সীমা থাকছে ১৮ থেকে ৪৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৫ বছর। কাজের সময় থাকছে আট ঘণ্টা এবং সাথে বেতন থাকছে ১৩ হাজার ৫০০ টাকা পিএফ, ই এস আই সহ।




কাজের লোকেশান:
এখানে কাজের লোকেশন থাকছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,হুগলি ,হাওড়া এবং বীরভূম।।




আবেদন পদ্ধতি:
যারা যারা এই কাজের জন্য আবেদন করতে চান নিচের ভিডিওতে বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিতে পারেন।। সময় নষ্ট করবেন না তাহলে হাতছাড়া হয়ে যাবে এই সুবর্ণ সুযোগ।











