কোনরকম ঝামেলা ছাড়াই ফ্লিপকার্ট কোম্পানিতে পেয়ে যান কাজের সুযোগ, না দেখলে পস্তাবেন পরে









নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি কাজের খোঁজে রয়েছেন অথচ কোন সুযোগ্য সন্ধান পাচ্ছেন না! তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্যই। সম্প্রতি কিছুদিন আগেই ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সেই সম্পর্কে বিস্তারিত আমাদের এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি। আপনারা যারা কাজে আগ্রহী রয়েছেন নিশ্চিন্তে আমাদের এই প্রতিবেদনটি ফলো করতে পারেন।




Flipkart warehouse Job recruitment 2023:
মোট শূন্য পদের সংখ্যা:
এখানে মোট শূন্য পদের সংখ্যা থাকছে ১২৫,যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন।।




শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা:
এই কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক। এখানে বিশেষ কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। অর্থাৎ ফ্রেশারসরাও খুব সহজে আবেদন করতে পারবেন।




বয়স সীমা এবং অন্যান্য কিছু বিষয়:
১) ছেলেদের ক্ষেত্রে এই কাজের জন্য বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৫ বছর।
২) এখানে কাজের সময় থাকছে আট ঘন্টা এবং এক ঘন্টা থাকছে ব্রেক টাইম। বেতন পেয়ে যাবেন ১৪,৫০০ থেকে ১৮,৬০০ টাকা। পাশাপাশি পিএফ, ই এস আই ওভারটাইম এবং বোনাস এর সুবিধা পেয়ে যাবেন আপনারা খুব সহজে। প্রয়োজনে কোম্পানির তরফ থেকে থাকা আর খাওয়ার সুবিধাও দেওয়া হবে।




কাজের ভূমিকা:
1. Billing (H.S pass+ basic computer knowledge)
2. Order packaging (10th pass)
3. Product lebelling (any degree)
4. Housekeeping (any degree)
5. Scanning (8th pass)




আবেদন পদ্ধতি:
এই কাজের জন্য যারা আবেদন করতে চান সরাসরি ডকুমেন্টস সহ যোগাযোগ করবেন। বিস্তারিত প্রসেস জানতে প্রতিবেদনের একদম শেষে থাকা ভিডিওটি দেখে নিন।











