কোনরকমের ঝামেলা ছাড়াই মেডিসিন কোম্পানিতে পেয়ে যান কাজের সুযোগ, না দেখলে পস্তাবেন পরে









নিজস্ব প্রতিবেদন: আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা মেডিসিন কোম্পানিতে কাজের সুযোগ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা বর্তমানে কাজ করতে আগ্রহী রয়েছেন এবং বিভিন্ন চেষ্টা করছেন তারা অবশ্যই এই প্রতিবেদনটি মিস করবেন না। জনপ্রিয় মেডিসিন কোম্পানি অ্যাপোলো ফার্মাসির তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮৬ টি শূন্য পদে এখানে কর্মচারী নিয়োগ করা হবে। আসুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।
কারা আবেদন করতে পারবেন?
নারী পুরুষ নির্বিশেষে এই পদগুলোর জন্য সকলেই আবেদন করতে পারবেন। বিশেষ কোন অভিজ্ঞতা সম্পর্কে জানানো হয়নি অর্থাৎ freshers রাও আবেদন করতে পারবেন।




শিক্ষাগত যোগ্যতা:
এই কাজের জন্য বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকলে অষ্টম শ্রেণী পাস,মাধ্যমিক পাস, উচ্চমাধ্যমিক পাস এবং স্নাতক।




বয়সসীমা ,কাজের সময় এবং বেতন:
১) ছেলেদের ক্ষেত্রে এখানে বয়স সীমা থাকছে ১৮ থেকে ৪৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৫ বছর।
২) কাজের সময় থাকছে নয় ঘন্টা, যার মধ্যে এক ঘন্টা আপনারা ব্রেক টাইম পেয়ে যাবেন।
৩) বেতন দেওয়া হবে ১৩,১০০ টাকা থেকে ১৮,৩০০ টাকা পর্যন্ত। এছাড়াও পিএফ, ই এস আই, ওভারটাইম আর বোনাস এর সুবিধা পাবেন। সঙ্গে থাকা আর খাওয়ার সুবিধাও বিনামূল্যে প্রদান করা হবে প্রয়োজনে।




কাজের ভূমিকা:
1. Medicine order packaging (10th pass)
2. Data entry (HS pass + basic computer knowledge)
3. Medicine order delivery (any degree)
4. Loading and unloading (any degree)
5. Store Executive(HS pass)




কাজের লোকেশন হিসেবে এখানে সমগ্র পশ্চিমবঙ্গ থাকলে অর্থাৎ জেলাভিত্তিক নিয়োগ হবে। আপনারা যারা আবেদন করতে চান তারা প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে অ্যাপেলো ফার্মাসির ওয়েবসাইটে অথবা আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিয়ে বিস্তারিত আবেদন পদ্ধতি জেনে নিতে পারেন।।











