কলকাতার খুব কাছেই এই লোকেশনে জলের দামে পেয়ে যান জমি সহ বাড়ি, না দেখলে পস্তাবেন পরে

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ কিন্তু রেডিমেড বাড়ি অথবা ফ্ল্যাট কেনার উপরেই বেশি আগ্রহ দেখিয়েছেন। কর্মব্যস্ত জীবনে আসলে বেশিরভাগ মানুষই আলাদা করে কোন রকমের ঝামেলা ভোগ করতে চান না। রেডিমেড বাড়ি অথবা ফ্ল্যাট যেহেতু খুবই সহজলভ্য আর কম ঝামেলার তাই এটাই মানুষের কাছে হয়ে উঠেছে বেস্ট অপশন।

আজকের এই বিশেষ প্রতিবেদনে কলকাতার খুব কাছেই একটা দারুণ লোকেশনে আমরা আপনাদের জমি সহ ভালো বাড়ি বিক্রি সম্পর্কে জানাবো। যারা সম্প্রতি বাড়ি কেনার কথা চিন্তাভাবনা করছেন এই প্রতিবেদনটা মিস করবেন না।

আমাদের আজকের লোকেশন হল হাবরা যেখানে শিয়ালদহ থেকে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন। আজ যে বাড়িটি দেখাবো সেটা হাবরা কৈপুকুর বাজার থেকে ৫০০ থেকে ৭০০ মিটার দূরত্বের মধ্যেই অবস্থিত। স্টেশন থেকে খুব সহজেই আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন। যে বাড়িটি দেখাবো সেটা কিন্তু মাত্র এক বছরের পুরনো বাড়ি অর্থাৎ প্রায় নতুন অবস্থাতেই এটা আপনারা পেয়ে যাচ্ছেন।

বাড়িটিতে নরমাল মেঝে থাকলেও খুব সুন্দর ভাবে প্রয়োজনীয় জায়গায় টাইলস বসানো রয়েছে এবং রঙের কম্বিনেশন টাও সুন্দর। এখানে আপনারা দেড় কাঠা জমি পাবেন। এখানে থাকছে দুটো বেডরুম, একটা বাথরুম এবং একটি কিচেন।

শুধুমাত্র বাইরের দিকের একটা সাইড আপনাকে এখানে প্লাস্টার করে নিতে হবে।। এছাড়া আর কোন অতিরিক্ত খরচ নেই। এর দাম রাখা হয়েছে মাত্র ১৫ লক্ষ টাকা। যদি আপনারা বাড়িটি কিনতে আগ্রহী থাকেন তাহলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলতে পারেন।
Contact :9330887554

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/KiKz1M7qvKg

Back to top button