মাত্র ১টাকায় পেয়ে যান হেয়ার ব্যান্ড থেকে চুলের ক্লিপ! এখান থেকে কিনে শুরু করুন ব্যবসা, লাভ হবে প্রচুর









নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে ব্যবসা হল এমন একটা মাধ্যম যার সাহায্যে খুব সহজেই কিন্তু নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হওয়া যেতে পারে এবং সমস্ত রকমের বাধা-বিপত্তি জয় করা যেতে পারে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে একটা দারুন ব্যবসার আইডিয়া তাই শেয়ার করে নিতে চলেছি। যদি আপনারা ব্যবসা শুরু করতে আগ্রহী থাকেন তাহলে নিশ্চিন্তে কিন্তু এই প্রতিবেদনটি ফলো করতে পারেন। চলুন এই ব্যবসাটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।




কমবেশি অনেক ধরনের ব্যবসার আইডিয়া আমরা এর আগে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তবে আজ যে ব্যবসার আইডিয়া আপনাদের সাথে আলোচনা করব সেটা হল মহিলাদের কসমেটিক্স সংক্রান্ত। যদিও এখানে ঠিক কসমেটিক নয় বিভিন্ন ধরনের হেয়ার স্টাইলের সংক্রান্ত জিনিস বিক্রি করা হবে।
যেমন ধরুন বিভিন্ন রবার ব্যান্ড, কোরিয়ান ক্লিপ থেকে শুরু করে ক্লাচার, হেয়ার ব্যান্ড প্রভৃতি। বাচ্চা থেকে বড় সকল বয়সের মেয়েরাই কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো ব্যবহার করে থাকে। বিশেষ করে হেয়ার স্টাইল করার ক্ষেত্রে এই প্রত্যেকটা উপকরণের ব্যবহার রয়েছে ব্যাপক পরিমাণে। সুতরাং সহজেই আপনারা কিন্তু এই ব্যবসা শুরু করতে পারেন।




কসমেটিকসের পাইকারি মার্কেটে এই ধরনের জিনিসগুলো অত্যন্ত কম দামে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যা প্রফিট মার্জিন রেখে একটি বড় অংকের অর্থে বিক্রি করা যেতে পারে।। আজকাল যেহেতু অনলাইন প্লাটফর্মে বিক্রির সুবিধা রয়েছে তাই আপনাদের জন্য আরো ভালো।
যদি ব্যবসা দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে এই সমস্ত হেয়ার স্টাইল সংক্রান্ত জিনিসের পাশাপাশি আপনারা নানান ধরনের কসমেটিক্সের জিনিসও কিন্তু রাখতে পারেন। মোটামুটি কেমন দামের মধ্যে আপনারা পণ্য পাবেন সেটা জানার জন্য প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে পণ্যের গুণগত মান এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।




এবার চলে আসবো আমরা পাইকারি মার্কেটের ঠিকানার কথায়। যদি আপনারা ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে নিচের দেওয়া ঠিকানায় দ্রুত যোগাযোগ করে প্রোডাক্ট কিনে নিতে পারেন। হাতে মোটামুটি ৪ থেকে ৫ হাজার টাকা রেখেই কিন্তু এই ব্যবসা শুরু করা যেতে পারে। চলুন তাহলে দোকানের ঠিকানা সম্পর্কে জেনে নেওয়া যাক।
Shop Name – Faizan traders
Address – 14/2 old China bazar, street room no – 189, kolkata – 700001.
Contact number- 8697549622/9903593336.











