বিশেষ কোনো ঝামেলা ছাড়াই এই কোম্পানিতে পেয়ে যান দারুন বেতনে কাজের সুযোগ, না দেখলে পস্তাবেন পরে

নিজস্ব প্রতিবেদন: মানুষের কাছে আজকালকার যুগে একটা ভালো বেতনে কাজের বিশেষ চাহিদা রয়েছে। কারণ কাজ ছাড়া কখনোই কিন্তু নিজেদের জীবিকা নির্বাহ করা বা জীবনে প্রতিষ্ঠিত করাটা সম্ভব নয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সঙ্গে সম্প্রতি বের হওয়া Mio amore job recruitment নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা কাজের জন্য আগ্রহী রয়েছেন অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন।

Mio amore job recruitment:

মোট শূন্য পদের সংখ্যা:

মোট শূন্য পদ রয়েছে ৮৭ টি যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা এবং কাজের ভূমিকা:

শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণী পাস এবং কাজের ভূমিকা অর্থাৎ এখানে আপনাকে প্যাকিং, পিকিং, ম্যানুফ্যাকচারিং এবং স্ক্যানিংয়ের কাজ করতে হবে।

কাজের সময় ও বেতন সহ অন্যান্য বিষয়:

এখানে কাজের সময় থাকছে নয় ঘন্টা আর বেতন থাকছে ১৫,২১০ টাকা থেকে ১৮৩৪০ টাকা পর্যন্ত। বেতন ছাড়াও কোম্পানির তরফ থেকে থাকা আর খাওয়ার সুবিধা প্রদান করা হবে। মান্থলি ইন্সেন্টিভ থাকছে ৭৯০ টাকা।

বয়স সীমা :

ছেলেদের ক্ষেত্রে এই কাজের জন্য বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 50 বছর এবং মেয়েদের ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 40 বছর।

যারা এখানে কাজের জন্য আগ্রহী রয়েছেন দেরী না করে আধার কার্ড ভোটার কার্ড এবং দুই কপি পাসপোর্ট সাইজের ডকুমেন্ট নিয়ে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলুন।
Contact : 8584803947

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/vebggvJd4Vo

Back to top button