মাত্র ৩০ টাকায় পান সুন্দর ডিজাইনের শাড়ি! এখান থেকে কিনে শুরু করতে পারেন ব্যবসা, অল্পদিনেই লাভ হবে প্রচুর

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের দেশের মানুষদের মধ্যে এমন বহু জন রয়েছেন যারা নিজেদের চাকরি নিয়ে সন্তুষ্ট নন এবং একটি ব্যবসা শুরুর কাজে অংশগ্রহণ করতে চান। আবার অনেকেই কিন্তু বেকারত্বের জ্বালাতেও এই ব্যবসার দিকে পা বাড়িয়েছেন।

যেহেতু এখন চাকরির বাজার খুব একটা ভালো নয়, উপরন্তু লকডাউন পরিস্থিতির পর থেকেই অনেকে নিজেদের কাজ হারিয়ে বসেছেন, তাই সাধারণ মানুষের কাছে উপার্জন করার জন্য ব্যবসার বিকল্প কিছু নেই। সাধারণত অনেক কিছু নিয়েই ব্যবসা শুরু করা যেতে পারে। তবে আজকের এই বিশেষ প্রতিবেদনে যে আইডিয়াটা আমরা শেয়ার করব তা কিন্তু আপনাদের ভবিষ্যৎ পরিবর্তন করতেও ব্যাপক রকম ভাবে সাহায্য করবে।

আজ আমরা বলব শাড়ির ব্যবসার কথা। মহিলাদের এই অত্যন্ত প্রয়োজনীয় জিনিসটি অর্থাৎ শাড়ি দেশের প্রতিটি বাজারেই কিন্তু সমানতালে বিক্রি হয়ে থাকে। গ্রাম শহর নির্বিশেষে সব জায়গাতেই তাই এই ব্যবসাটা চলবে আর আপনারা এটা শুরু করলে দারুন ইনকাম করতে পারবেন।।

অন্যান্য সকল ব্যবসার মতন শাড়ির ব্যবসা শুরু করতে গেলেও কিছু বিশেষ দিক আপনাকে মাথায় রাখতে হবে।।যদি আপনারা শাড়ির ব্যবসা শুরু করতে চান সে ক্ষেত্রে পাইকারি মার্কেট থেকে প্রথমেই শাড়ি কিনে নিয়ে আসবেন। তারপর প্রতি শাড়ির উপর নির্দিষ্ট কিছু প্রফিট মার্জিন রেখে এগুলো খুব সহজেই লোকাল মার্কেটে বিক্রি করবেন।

মহিলাদের মধ্যে যেহেতু দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে উৎসব অনুষ্ঠানের দিনগুলিতেও ব্যাপক শাড়ির চাহিদা থাকে তাই চিন্তার কোন ব্যাপার নেই।। আপনারা নিঃসন্দেহে নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন। এই ব্যবসা শুরু করতে গেলে প্রাথমিক অবস্থায় মোটামুটি ১০ থেকে ১৫ হাজার টাকা মূলধন থাকলেই কাজ হয়ে যাবে। পাশাপাশি আজ আমরা আপনাদের সাথে এমন একটি ঠিকানা শেয়ার করে নেব যেখানে অত্যন্ত অল্প দামে বিভিন্ন শাড়ির সম্ভার পাবেন আপনারা।

এই দোকানে মাত্র ৭৫ টাকায় আপনারা পেয়ে যাবেন মিক্সচার শাড়ি, অল ওভার প্রিন্ট এর কাজ করা শাড়ি পাচ্ছেন মাত্র ৯৫ টাকায়, হ্যান্ডবিট এর মধ্যে শাড়ি পাচ্ছেন ১২০ টাকায়। এছাড়াও ১৫০ টাকায় হ্যান্ডলুম শাড়ি, ১৮০ টাকায় ঝর্ণাখাবি, ২৫০ টাকায় বাহামনী শাড়ি, ২৫০ টাকায় বেলপাতা হ্যান্ডলুম, হ্যান্ডলুম এর উপরে সুতির কাজ আপনারা পেয়ে যাচ্ছেন ২৫০ টাকায়।

এই সমস্ত শাড়ি ছাড়াও কাঁথা স্টিচ, পিওর কটন থেকে পিওর সিল্ক, জামদানি,তাত অথবা কাতান বেনারসি সবকিছুই এখানে আপনারা পাবেন। প্রত্যেকটা শাড়ির কালেকশনের বিপুল রং আর ভ্যারাইটি রয়েছে সুতরাং আপনাকে চিন্তা করতে হবে না। যদি কোন শাড়িতে কোন সমস্যা হয় বা আপনার মাল বিক্রি না হয় সেটাও কিন্তু খুব সহজেই রিটার্ন হয়ে যাবে।

পাইকারি দরে পণ্য কেনার সুযোগ্য ঠিকানা:

যদি আপনারা এই শাড়ির ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে আর একদম সময় নষ্ট করবেন না, দেরি না করে চলে আসুন নিচের দেওয়া ঠিকানায়।

Shop Name : Maa monosha saree ghor
Prop : Gopal Ghosh
Address : Sutragarh dalal para lane,Alurmath, Santipur,Nadia,741404,West Bengal.
Contact – 8918168943/7908073546

Back to top button