মাত্র ৪৫০ টাকায় পেয়ে যান ৩টি জামদানি শাড়ি! এখান থেকে কিনে ব্যবসা শুরু করলে লাভ কেউ পারবে না ঠেকাতে

নিজস্ব প্রতিবেদন: জীবিকা নির্বাহের জন্য সাধারণ মানুষের কাছে যে দুটি হাতিয়ার রয়েছে তা হল চাকরি এবং ব্যবসা। চাকরির বাজার এখন খুব একটা ভালো নয়। এই অবস্থায় দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ কিন্তু ব্যবসার দিকেই ঝুঁকে পড়েছেন বলা যায়। তবে ঠিক কি ধরনের ব্যবসা শুরু করলে লাভবান হওয়া যাবে সেই সম্পর্কে সাধারণ মানুষের কাছে কোন স্পষ্ট ধারণা নেই।

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের সুবিধার্থে নিয়ে চলে এসেছি একটি দারুণ ব্যবসার আইডিয়া। এই আইডিয়াটা কাজে লাগিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করতে পারেন তাহলে যেমন অল্প মূলধন প্রয়োজন হবে, তেমনভাবেই কিন্তু লাভ করবেন প্রচুর। শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজ আমরা শাড়ির কথা বলতে চলেছি।শাড়ির ব্যবসা হল এমন একটি ব্যবসা যা গ্রাম শহর নির্বিশেষে দেশের প্রতিটি জায়গাতেই কিন্তু সমান ভাবে চলবে।

যে কোন বয়সের মহিলারাই রেগুলার ইউজ অথবা বিশেষ কোনো দিনের জন্য শাড়ি কে বেছে নিয়ে থাকেন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে বহু যুগ ধরেই শাড়ি জড়িয়ে রয়েছে। সুতরাং এই ব্যবসা কখনোই আপনাকে কিন্তু লোকসানের মুখোমুখি হতে দেবে না। মোটামুটি শাড়ির ব্যবসা শুরু করার স্টেপ আপনারা হয়তো আগে থেকেই জানেন।

পাইকারি কোন মার্কেট থেকে একদম কম দামে শাড়ির কিনে নিয়ে সেটা দিয়ে দোকান সাজিয়ে প্রাথমিক অবস্থায় ব্যবসার কাজ শুরু করতে হবে। যাদের কাছে দোকান বা স্টল খোলার মতন পুঁজি নেই তারা অনলাইনের মাধ্যমেও কিন্তু কাজ শুরু করতে পারেন।

এর জন্য অনলাইন এপ্লিকেশন যেমন কাজে লাগানো যাবে ঠিক তেমনভাবেই কিন্তু ফেসবুক অথবা instagram এর মত প্লাটফর্ম গুলোতে লাইভ করেও আপনারা শাড়ি বিক্রি করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এই কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন।

আজ আমরা একটি দোকানের কথা আপনাদের সামনে তুলে ধরব যেখানে দারুণ জামদানির কালেকশন রয়েছে। পাশাপাশি এখানে ৮০ টাকা থেকে পলিয়েস্টার শাড়ি, চায়না কটন ১২০ টাকা, ২১৫ টাকায় তাঁত,২৪৫ টাকায় শান্তিপুরী সহ আরো নানান ধরনের কালেকশন পেয়ে যাবেন। জামদানির উপরে এখানে রয়েছে বিশেষ কিছু অফার।

যদি আপনারা এখান থেকে কিনে ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনাকে দোকানে দোকানে ঘুরে বেড়াতে হবে না। অর্থাৎ একই ছাদের তলায় বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন আপনারা পাচ্ছেন। জেনে নিন সেই দোকানের ঠিকানা।

Manoka saree house.
Prop : suvo.
Address : soumendra nath thakur sarani, Santipur, Nadia west bengal.
Contact : 8016039847.

Back to top button