ঐন্দ্রিলা চলে যাওয়ার পরও মোছেনি স্মৃতি থেকে! পুরোনো টিভি শো দেখে চোখের জল থামছে না তোজো বোজোর





নিজস্ব প্রতিবেদন: একের পর এক লড়াই করে শেষ পর্যন্ত মাত্র ২৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ঐন্দ্রিলা। প্রথমে ২০১৫ সালে ক্যান্সার ধরা পড়ে। এরপর সুস্থ হয়ে আবার কর্মজীবনে ফেরেন তিনি, কিন্তু আবারো ২০২১ সালে ক্যান্সার ধরা পড়ে। সেই লড়াইয়েও জয়ী হয়েছিলেন তিনি। এরপর ১ লা নভেম্বর ব্রেন স্টোকে আক্রান্ত হলে তাকে ভর্তি করা হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। ২০ দিনের লড়াইয়ের অবসান ঘটিয়ে চির বিদায় নিলেন।




অভিনেত্রীর পরিবার যেমন চেয়েছিল অভিনেত্রী ফিরে আসুক। তেমনই তার আসার পথ চেয়ে বসেছিল তার দুই পোষ্য। তেজো আর বোজো অপেক্ষায় ছিল কখন তার দিদি আসবে ঝাঁপিয়ে পড়বে তার উপর। সন্ধ্যয় যখন ঐন্দ্রিলার মরদেহ তার কুঁদঘাটের আবাসনে নিয়ে আসা হয় তখন বাকিদের মতো তার দুই সারমেয়ও উপস্থিত ছিল। বাকিদের মতো তাদেরকেও দেখা গেছে নিশ্চুপ নিস্তব্ধতায়।
এরপর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে তার একটি পোষ্য টিভিতে ঐন্দ্রিলার শো দেখে অঝরে কাঁদছে। অবশ্যই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি।











