এই পদ্ধতিতে সহজেই পরিষ্কার করে ফেলুন কড়াই বা প্যানের পোড়া অংশ, নিমেষেই হবে সাফ

নিজস্ব প্রতিবেদন: প্রতিনিয়ত আমাদের বাড়িতে কড়াই অথবা প্যানের সাহায্যে রান্না করা হয়ে থাকে। কিন্তু অসাবধানতার কারণে এর তলার অংশ অথবা ভেতরের দিকে পুড়ে যেতে পারে বা গ্রিসের মতো দাগ লেগে যেতে পারে। কিভাবে এটি পরিষ্কার করবেন তা নিয়ে গৃহিণীরা কিন্তু সমস্যায় পড়ে থাকেন।

আজ আমরা এমন কিছু সহজ আর ঘরোয়া উপকরণের কথা বলব যার সাহায্যে খুব সহজেই আপনারা ফ্রাইং প্যান পরিষ্কার করে নিতে পারবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক।

১) বেকিং সোডার ব্যবহার:

আপনারা খুব সহজেই বেকিং সোডার ব্যবহার করে ফ্রাইং প্যানের মধ্যে থেকে পোড়া দাগ তুলে ফেলতে পারেন। তার জন্য হাইড্রোজেন পারক্সাইড এবং বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। তারপর এতে কয়েক ফোঁটা লেবু যোগ করুন। সবকিছু ভালো করে মিশিয়ে নিন।

আর এই মিশ্রণটাকে প্যানের মধ্যে লাগিয়ে নিন এবং ভালোভাবে স্ক্রাবিং করতে থাকুন। পারলে আধঘন্টা থেকে এক ঘন্টা সময় পর্যন্ত এটাকে লাগিয়ে রেখে দেবেন এবং তারপর স্ক্রাবিং করবেন। এরপর জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু সমস্ত দাগ চলে যাবে নিমেষেই।

২) ভিনেগারের ব্যবহার:

ভিনেগারের প্রভাবে কিন্তু আপনারা খুব সহজেই প্যানের দাগ থেকে মুক্তি পেতে পারেন। এই ক্ষেত্রে প্রথমেই আপনার রান্নাঘরে থাকা সিঙ্কের মুখটাকে বন্ধ করে ফেলুন। তারপর ভিনেগার দিয়ে আপনার সিঙ্ক পূরণ করুন। এত বেশি ভিনেগার যোগ করুন যে প্যানের নীচের অংশ এতে ডুবে যেতে পারে।

মোটামুটি ঘন্টা দুয়েক এর মধ্যে আপনাকে পোড়া দাগ যুক্ত প্যান ডুবিয়ে রাখতে হবে এবং কিছুক্ষণ পরে বের করে টুথব্রাশ এবং স্ক্রাবিং প্যাড ব্যবহার করে এটাকে পরিষ্কার করে ফেলুন।। শেষে জল দিয়ে ধুয়ে নিলেই আপনার কাজ শেষ।

৩)কেচাপের ব্যবহার:

হয়তো এই পদ্ধতিটা আপনাদের অদ্ভুত লাগতে পারে তবে এটা কিন্তু ভীষণ রকমের কার্যকরী একটা পদ্ধতি।প্যানের নীচে কেচাপ দিয়ে ঢেকে দিন। এভাবে কয়েক ঘন্টা বা সম্ভব হলে সারারাত রেখে দিন। নির্ধারিত সময়ের পর বাসন মাজার সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু দেখবেন সমস্ত পোড়া দাগ অথবা গ্রিসের দাগ চলে গিয়েছে এক ঝটকায়।

৪) লবণ এবং ভিনেগার একসঙ্গে ব্যবহার:

যদি প্রথমের পদ্ধতি গুলো আপনাদের পছন্দ না হয় সে ক্ষেত্রে কিন্তু এই টিপসটাও ট্রাই করে দেখতে পারেন। যে প্যান আপনারা পরিষ্কার করতে চান সেটাকে মোটামুটি ঘন্টা খানেক সময় ভিনেগারে ডুবিয়ে রাখতে হবে। তারপর প্যানের নীচে লবণ দিন। স্ক্রাবের জন্য বাসন মাজার সাবান মেশান। জোরে জোরে স্ক্রাব করুন এবং প্রয়োজন অনুসারে লবণ এবং ডিশ সোপ যোগ করুন। এবার ভালো করে একবার ঘষে জল দিয়ে ধুয়ে নিলেই সমস্ত দাগ চলে যাবে আর কোনরকমের চিটচিটে ভাবও থাকবে না।।

Back to top button