কোনরকম ঝামেলা ছাড়াই এই বিস্কুট কোম্পানিতে প্যাকিং কাজ করে ইনকাম করুন, না দেখলে চরম মিস









নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দেশের বাজারে দিন প্রতিদিন বেড়ে চলেছে বেকার সংখ্যা। বহু চেষ্টার পরেও কিন্তু মানুষ একটা ভালো জায়গায় কাজ পাচ্ছেন না। সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে প্রচুর মূলধন নিয়ে কিন্তু ব্যবসা করাটা অসম্ভব।। তাই প্রাথমিক অবস্থায় ছোটখাটো কিছু ভালো কাজ করেই জীবিকা নির্বাহ করতে হবে।
কিন্তু এই কাজ খুঁজে পাওয়াটাই হচ্ছে সবথেকে বড় সমস্যার ব্যাপার। আমাদের বেকার ভাই বোনেদের কথা মাথায় রেখে আজ আমরা নিয়ে চলে এসেছি একটা দারুন কাজের সুযোগ। আপনাদের মধ্যে অনেকেই যারা কাজের খোঁজে রয়েছেন এই প্রতিবেদনটা মিস করবেন না। সম্প্রতি ব্রিটানিয়া বিস্কুট কোম্পানিতে প্রচুর প্যাকেজিংয়ের কাজে শূন্য পদে নিয়োগ চলছে। আগ্রহী থাকলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।




১)মোট শূন্যপদের সংখ্যা:
নারী-পুরুষ নির্বিশেষে এখানে সকলেই কাজটা করতে পারবেন। এখানে মোট শূন্য পদের সংখ্যা থাকছে ৮৭টি।
২) শিক্ষাগত যোগ্যতা:
যেহেতু এটা প্যাকিং এর কাজ তাই খুব বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। চতুর্থ বা অষ্টম শ্রেণী পাস হলেই হবে।




৩) কাজের সময় এবং বেতন:
এখানে কাজের সময় থাকছে ৮ ঘন্টা। বেতন থাকছে ১৯,২১০ টাকা—২৯,৩৪০ টাকা। প্রয়োজনে কোম্পানির তরফ থেকে থাকা এবং খাওয়ার সুবিধাও দেওয়া হবে। ফুল ডিউটির পরে মান্থলি ইনসেনটিভ থাকছে ১৪৩০ টাকা।
৪) কাজের ভূমিকা:
1. Packing
2. Picking
3. Manufacturing
4. Scanning




বয়স সীমা:
এই কাজে আবেদন করার জন্য ছেলেদের ক্ষেত্রে বয়স সীমা রাখা হয়েছে ১৮ থেকে ৫০ বছর এবং মেয়েদের ক্ষেত্রে থাকছে ১৮ থেকে ৪৫ বছর।




কাজের লোকেশন:
এখানে কাজের লোকেশন থাকছে ধুলাগড়, হাওড়া, মেদিনীপুর, বৈদ্যবাটি, উলুবেরিয়া, বর্ধমান (মেমারি), দক্ষিণ 24 পরগনা (সোনারপুর, বালিগঞ্জ), ডানকুনি এবং শ্রীরামপুর সহ আরো বেশ কিছু জায়গা।




কিভাবে আবেদন করবেন?
এই কাজের জন্য আবেদন করতে হলে আপনাকে সরাসরি আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে হবে। তারপর ব্রিটানিয়া কোম্পানির লিংকে গিয়ে আবেদন করতে হবে। এই কাজের জন্য কিন্তু কোনরকম চার্জ লাগবে না।











