বিনামূল্যে থাকা-খাওয়া সহ প্যাকিং কাজ করে ইনকাম করুন প্রচুর,না দেখলে পস্তাবেন পরে









নিজস্ব প্রতিবেদন: বর্তমানে আমাদের দেশের যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সাধারণ মানুষের কাছে একটা নির্দিষ্ট বেতনের কাজ না থাকলে কিন্তু কিছুই হবে না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমাদের বেকার ভাই-বোনেদের জন্য একটি প্যাকিং কাজের সুযোগ সম্পর্কে আলোচনা করতে চলেছি। আপনাদের মধ্যে যারা সম্প্রতি কাজের খোঁজে রয়েছেন আজকের এই সুযোগ ভুল করেও মিস করবেন না। কারণ হাতের মুঠোয় এরকম দারুন কাজের সুযোগ আর ভবিষ্যতে নাও আসতে পারে।
Food packaging job recruitment 2023(March):
মোট শূন্য পদের সংখ্যা:
এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১২০ টি যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন।।




কাজের লোকেশন:
এখানে কাজের লোকেশন থাকছে ধুলাগড়, উলুবেরিয়া, নৈহাটি, বর্ধমান,দমদম এবং নিউ টাউন।




শিক্ষাগত যোগ্যতা এবং কাজের ভূমিকা:
এই কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। বিভিন্ন ধরনের কাজ আপনাকে এখানে করতে হবে যার মধ্যে রয়েছে প্যাকেজিং, পিকিং, ম্যানুফ্যাকচারিং এবং স্ক্যানিং।




বেতন এবং অন্যান্য সুবিধা:
এখানে বিভিন্ন পদ অনুযায়ী বেতন দেওয়া হবে ১৪ হাজার ২৯০ টাকা থেকে ২২ হাজার ৩৯০ টাকা পর্যন্ত। পিএফ, ই এস আই এবং ওভারটাইমের সুবিধা ও আপনারা পেয়ে যাবেন। প্রয়োজনে কোম্পানির তরফ থেকে থাকা আর খাবার সুবিধা প্রদান করা হবে। মোট কাজের সময় থাকছে ৮ ঘণ্টা এবং মান্থলি ইন্সেন্টিভ থাকছে ১৩২০ টাকা।




বয়স সীমা:
এই কাজের জন্য ছেলেদের ক্ষেত্রে বয়সীমা থাকছে ১৮ থেকে ৪৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে বয়স থাকছে ১৮ থেকে ৩৫ বছর।
প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এবং দুই কপি পাসপোর্ট সাইজ ফটো সহ আপনারা এই কাজের জন্য আবেদন করতে চাইলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।
Contact : 7890846828











