বেকার বসে না থেকে একবার শুরু করে দেখুন এই ব্যবসা,২০ টাকার প্রোডাক্ট বিক্রি হবে ৮০ টাকা পর্যন্ত দামে

নিজস্ব প্রতিবেদন: অর্থ উপার্জনের জন্য সাধারণ মানুষ ক্রমাগত নানান ধরনের চেষ্টা চালাচ্ছেন। বেশিরভাগ মানুষই এই ক্ষেত্রে নির্ভরশীল হয়েছেন ব্যবসার উপরে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটা দারুণ ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি। তাই যারা সম্প্রতি ব্যবসা শুরু করার কথা চিন্তা করছেন কোনোভাবেই কিন্তু আপনারা এই প্রতিবেদনটি মিস করবেন না। আর অবশ্যই প্রতিবেদনটি সবার সাথে শেয়ার করে নেবেন। যাতে অন্যান্য সকলের ও অনেকটাই সাহায্য হয়ে যায়।

কিসের ব্যবসা শুরু করবেন?

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বলব ডিটারজেন্ট বা সার্ফ তৈরীর ব্যবসার কথা। আমাদের প্রতিদিনের জীবনে এই ডিটারজেন্ট পাউডার ঠিক কতটা কাজে লাগে এবং কি কি ক্ষেত্রে কাজে লাগে তা হয়তো আপনারা কম বেশি সকলেই জানেন। সুতরাং এর যে কখনো বাজার চাহিদার অভাব হবে না এবং উত্তরোত্তর আপনার ব্যবসাও বৃদ্ধি পাবে একথা নিঃসন্দেহে বলা যায়।

এই ব্যবসা সহজ তিনটি মেশিনের সাহায্যে আপনারা সহজেই শুরু করতে পারবেন। এই তিনটি মেশিন হল মিক্সার মেশিন। এর সাহায্যে ডিটারজেন্ট পাউডার মিক্স করা হয়ে থাকে। দ্বিতীয়টি হল স্ক্রিনিং মেশিন যার সাহায্যে মিশ্রণ থেকে কোন রকমের দলা থাকলে সেগুলোকে নরম করা হয়।

আর সবশেষে যে মেশিনটা ব্যবহৃত হয় সেটি হল প্যাকিং মেশিন। বাজারে কিন্তু ডিটারজেন্ট পাউডার খোলামেলা অবস্থায় বিক্রি করা হয় না। তাই এটিকে ভালোভাবে প্যাকেজিং করার জন্য অবশ্যই প্যাকিং মেশিন আপনাদের নিতে হবে।

মূলধন এবং অন্যান্য বিষয়:

এই ব্যবসাটি করার জন্য আপনাদের মোটামুটি ১ লক্ষ ০৫ হাজার টাকার প্রয়োজন হতে পারে। এরমধ্যে মেশিন সহকারে কাঁচামাল এবং অন্যান্য ব্যবস্থাও আপনাদের করতে হবে। এই ব্যবসা শুরু করার জন্য আপনারা কিন্তু ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারেন তাহলে কাজে কোন রকমের অসুবিধা হবে না।

কোথা থেকে মেশিন কিনবেন?

আপনারা যারা এই ব্যবসা শুরু করতে আগ্রহী নিশ্চিন্তে আমাদের দেওয়া ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানায় গিয়ে মেশিন কিনে নিতে পারেন। মার্কেটিং সাপোর্ট থেকে শুরু করে ইনস্টলেশন আর প্রশিক্ষণ সবকিছু এখানে পেয়ে যাবেন।

Factory Name : Creative industries.
Opp market complex.
Hyderpara market, Siliguri
Contact number: 9709000609/9002771995

Back to top button