বেকার বসে না থেকে শুরু করে ফেলুন এই দুর্দান্ত লাভজনক ব্যবসা, মাস গেলে ইনকাম হবে ৮০ হাজার টাকা পর্যন্ত









নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে অর্থ উপার্জনের জন্য নানান রকমের রাস্তা রয়েছে। কখনো চাকরি আবার কখনো ব্যবসা সবমিলিয়েই কাটছে মধ্যবিত্ত মানুষের জীবন। যতদিন পর্যন্ত না একটা স্থিতিশীল অর্থ উপার্জনের ক্ষেত্র পাওয়া সম্ভব হচ্ছে ততদিন কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত বলে দাবি করা কোনোভাবেই সম্ভব নয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই পাঠক বন্ধুদের উদ্দেশ্যে একটা বেশ ভালো ব্যবসার আইডিয়া আমরা শেয়ার করে নেব। খুবই সামান্য খরচে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন আর লাভবানও হবেন প্রচুর পরিমাণে।
এই ব্যবসাটি কিন্তু ফুড প্রোডাক্ট এর সঙ্গে সম্পর্কিত এবং আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসের মধ্যেই পড়ছে। আজ আমরা বলব বাতাসা তৈরীর ব্যবসার কথা। মোটামুটি কম বেশি অনেকেই কিন্তু বাড়িতে অতিথি আসলে কোন খাবার না থাকলে জল বা বাতাসা পরিবেশন করেছেন, কখনো কখনো হালকা খাবার হিসেবেও বাড়িতে কিন্তু আমরা মুড়ি বাতাসা খেয়ে থাকি।নিত্যপুজোর কাজে ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য বাতাসা বা নকুল দানার কথা সকলেই জানেন। সুতরাং সমস্ত দিক বিবেচনা করে যদি এই চাহিদা সম্পন্ন প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসার কাজ শুরু করেন তাহলে কখনোই লোকসানের মুখোমুখি পড়তে হবে না।।




এই ব্যবসাটি শুরু করার জন্য আপনাদের শুধুমাত্র একটি মেশিনের প্রয়োজন হবে যা বাড়ির সিঙ্গেল ফেজ ইলেকট্রিসিটিতেই কিন্তু আপনারা চালাতে পারবেন। ব্যবসা শুরু করার জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু আলাদা ধরনের মেশিন কিনলে কমার্শিয়াল লাইন নেওয়ার প্রয়োজন হয় এবং সেটার জন্য প্রচুর ঝামেলা ভোগ করতে হয়। তবে এই ব্যবসার ক্ষেত্রে এরকম ধরনের কোন সমস্যা কিন্তু আপনাদের হবে না। বরং আপনারা অনেক কম খরচে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন অল্প সময়ের মধ্যেই। এই বাতাসা তৈরি করার মেশিন টার দাম রয়েছে মাত্র ২০ থেকে ২২ হাজার টাকার মধ্যে।
বাতাসা তৈরি করার পরে খুব সহজেই আপনারা এগুলোকে লোকাল মার্কেটে বিক্রি করতে পারবেন। যদি আপনাদের নিজস্ব দোকান থাকে সেখান থেকেও কিন্তু এই বাতাসা আপনারা বিক্রি করতে পারবেন। সুতরাং দুই দিক থেকেই আপনারা বেশ ভালো অংকের অর্থ লাভ করতে পারছেন।




যে মেশিনটির কথা আমরা আজ বললাম সেটার সাহায্যে কিন্তু শুধুমাত্র গুড়ের নয় চিনির বাতাসাও আপনারা তৈরি করতে পারবেন।। এই ব্যবসা যদি সঠিকভাবে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে প্রতি মাসে প্রায় ৮০ হাজার টাকার কাছাকাছি পর্যন্ত আপনাদের উপার্জন হতে পারে। ব্যবসাটি শুরু করতে আগ্রহী থাকলে আপনারা নিচের দেওয়া নম্বরে বা ঠিকানায় যোগাযোগ করে নিতে পারেন।
Karmakar machinery
Prop : sanjib karamakar
Address :Bandel, Hooghly
Contact:8478988572











