কলকাতার খুব কাছেই একেবারে জলের দামে কিনে নিন দুটি বাড়ি, ভুলেও করবেন না এই সুযোগ হাতছাড়া









নিজস্ব প্রতিবেদন: এখনকার দিনে কিন্তু বেশিরভাগ মানুষ নির্ভরশীল হয়ে পড়েছেন রেডিমেড বাড়ি অথবা ফ্ল্যাটের উপর। যেহেতু বাড়ি তৈরি করাটা বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা অত্যন্ত ঝামেলার বিষয় তাই সাধারণ মানুষের কাছে এটাই প্রধান রাস্তা হয়ে দাঁড়িয়েছে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে কলকাতার খুব কাছেই একটা দারুণ লোকেশনে আপনাদের বাড়ি বিক্রির খোঁজ দেব। আশা করছি আপনাদের ভাল লাগবে। তাই অবশ্যই প্রতিবেদনটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিন।




আমাদের আজকের লোকেশন হল বারাসাত। বারাসাত স্টেশন থেকে মোটামুটি তিন কিলোমিটারের দূরত্বে নবপল্লী হল আমাদের প্রাইম জায়গা। কলোনি মোড় থেকে মোটামুটি দেড় কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই আপনারা এখানে পৌঁছে যাবেন।
১ কাঠা দুই ছটাক জমির উপরে দশ ফুট রাস্তার সামনেই বাড়িটি তৈরি করা হয়েছে। বাড়িটিতে আপনারা পেয়ে যাবেন দুটো বেডরুম, একটি কিচেন এবং একটি বাথরুম। বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ১৪ লক্ষ টাকা।




এবার যে দ্বিতীয় বাড়িটির কথা বলব সেটাও কিন্তু নবপল্লীতেই অবস্থিত। তবে এটা হল এডবেস্টার দেওয়া বাড়ি। এখানে জমির পরিমাণ থাকছে দেড় কাঠা। এখানেও আপনারা পেয়ে যাবেন দুটো বেডরুম একটা বাথরুম এবং কিচেন।
পাশাপাশি এই বাড়িটার সাথে একটা সাটার দেওয়া দোকান ঘর পেয়ে যাচ্ছেন আপনারা। এই বাড়িটারও দাম রাখা হয়েছে মাত্র ১৪ লক্ষ টাকা। যদি আপনাদের বাড়িগুলি পছন্দ হয় তাহলে নিচের দেওয়া নম্বরে সময় নষ্ট না করে দ্রুত যোগাযোগ করে নিন।
Contact:9330887554
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/4h7HlFGk0kY











