দার্জিলিং জমজমাট! পাহাড়ের বুকে সূর্য-দীপার জুটিকে এক দেখে আপ্লুত দর্শক,সাথে রয়েছে রোমান্টিক গানে নাচও

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা টেলিভিশন চ্যানেল গুলোর মধ্যে যেসব ধারাবাহিক জনপ্রিয়তা লাভ করে রেখেছে তার মধ্যে অন্যতম হলো অনুরাগের ছোঁয়া। স্টার জলসার এই ধারাবাহিকটি কিন্তু সকল সিরিয়াল প্রেমী মানুষদের কাছেই বিশেষ পছন্দের ‌। বিগত বেশ কিছু সময় ধরে যদিও ধারাবাহিকের ট্র্যাক খুব একটা পছন্দ করছিলেন না দর্শকেরা।

কারণ গোটা সময়টা ধরেই ধারাবাহিকের মূল চরিত্র সূর্য আর দীপার দূরত্ব দেখানো হয়েছিল এখানে। তবে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই এবার নির্মাতারা নিয়ে আসছেন সামান্য কিছু পরিবর্তন।বর্তমানে দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার ট্র্যাক চলছে। আর সেখানে বিভিন্ন রোমান্টিক সিন বারবার দেখানো হচ্ছে। একে অপরের অজান্তে দুজনেই দার্জিলিঙে বেড়াতে গেল সূর্য দীপা। শুরু থেকেই কিন্তু এই ট্র্যাক বেশ পছন্দ করছেন দর্শকেরা।

দার্জিলিং জমজমাট পর্বের প্রথম সিনেই দেখানো হয়েছিল ট্রেন থেকে নেমেছে দীপা আর তারপর এই ট্রেন ছেড়ে দিয়েছে। আর সূর্য একবারে শাহরুখ খানের মতো হাত বাড়িয়ে টেনে ট্রেনে তুলে নিল দীপাকে। একেবারে যেনো ‘দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ হলো দর্শকের চোখের সামনে। তাদের ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা গেল ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ গানটি।

এরপর আবারো চমক।দর্শকদের অনুরোধ রাখতেই ধারাবাহিকের নতুন একটি প্রমো সামনে আনলো চ্যানেল কর্তৃপক্ষ। স্টার জলসার প্রতিপক্ষের তরফে আসা এই প্রমোতে দেখা যাচ্ছে সূর্য জনপ্রিয় একটি বলিউড গানে নাচ করছে। আর ঠিক সেই সময় সে হঠাৎ ধাক্কা খায় দীপার সাথে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কাল্পনিকভাবে রোমান্টিক নাচে মেতে উঠে তারা।

দৃশ্যটি কাল্পনিক হলেও দর্শকদের মনে যে খুব সহজেই জায়গা করে নিয়েছে তাতে কোন সন্দেহ নেই। ইতিমধ্যেই ধারাবাহিকের টিআরপি বেড়ে গিয়েছে ব্যাপকভাবে।বহুদিন বাদে সূর্য দীপা রোমান্টিক সিন দেখে আনন্দে আত্মহারা হয়েছিলেন অনুরাগের ছোঁয়ার অনুরাগীরা।

তাই সকলেই এবার চান দ্রুত যেন এই জুটির দূরত্ব মিটিয়ে সিরিয়াল কে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা হয়।। তো বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন! অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে নিতে ভুলবেন না।

Back to top button