খুব সহজেই টমেটো দিয়ে চাষ করে ফেলুন লেবু, ১২ মাস ফলন হবে বাম্পার, শিখে নিন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন: যে কোন রান্নার স্বাদ’কে বাড়িয়ে তোলার জন্য অথবা বহু সুস্বাদু খাবার তৈরিতেই কিন্তু টমেটোর ভূমিকা অগ্রগণ্য।। প্রাচীনকাল থেকেই কিন্তু এই টমেটোকে রূপচর্চার বহু কাজেও ব্যবহার করা হয়ে থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন না,টমেটোতে থাকা লাইকোপিন ত্বকে ক্লিনজার হিসেবে কাজ করে।

টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রক্তাল্পতা সমস্যা দেখা দিলে টমেটো খাওয়া উচিত। তবে এই সমস্ত কিছুর পাশাপাশি যে টমেটো লেবু চাষ করতেও আপনাদের সাহায্য করতে পারে সেটা হয়তো আপনাদের সম্পূর্ণরূপে ধারণার বাইরে। হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও এটা সম্ভব। খুব সহজেই টমেটো ব্যবহার করে আপনারা ভালোভাবে লেবু চাষ করে ফেলতে পারেন।

এই পদ্ধতিতে আপনাদের প্রথমেই পরিণত লেবু গাছ থেকে কিছুটা ডালের অংশ কেটে নিতে হবে।এবার একটি টমেটো কে সামনের দিক থেকে খানিকটা কেটে এবং মাঝখানে অল্প অংশ ছিদ্র করে ওই ডালের যে কোন একটি দিকে আটকে দেবেন। তারপর একটা ছিদ্রযুক্ত টব নিয়ে তার মধ্যে খোলামকুচি চাপা দিয়ে তার উপর বালি ভরে দিতে হবে।

ওই বালির মধ্যে টমেটো দিকের অংশটি রোপন করে বালির উপর জল দিয়ে বালি ভিজিয়ে দেবেন। এবার একটা বোতল নিয়ে তার তলার দিকের অংশটা কিছুটা কেটে ফেলুন। বাকি অংশ দিয়ে লেবুর ডালের উপর থেকে নিচ পর্যন্ত ঢেকে দিতে হবে। এইভাবে ৩০ দিন অপেক্ষা করার পর বোতলটি সরালে দেখা যাবে লেবুর ডালটির মধ্যে নতুন কচি কচি পাতা গজিয়েছে।

বালির মধ্যে থেকে যদি আপনারা ডালটাকে তুলে ফেলেন তাহলে দেখবেন শিকড় বেরিয়ে গিয়েছে। এবার খুব সহজেই কিন্তু কোন খোলামেলা জায়গায় অথবা বড় টবের মধ্যে আপনারা এই লেবু গাছটা প্রতিস্থাপন করে যত্ন সহকারে বড় করে তুলতে পারেন।। প্রয়োজন অনুযায়ী জলের প্রয়োগ করবেন এবং সার দেবেন। তাহলেই কয়েকদিনের মধ্যে আপনার হাতে চলে আসবে বাম্পার ফলন। গাছপালা সংক্রান্ত এই ধরনের আরো টিপস পেতে চাইলে নজর রাখতে থাকুন আমাদের পোর্টালের পাতায়।

Back to top button