এই বিশেষ জিনিসের ব্যবহারে পরিষ্কার করে ফেলুন বাথরুমের টাইলস,নিমেষেই হয়ে যাবে নতুনের মতন চকচকে আর সুন্দর









নিজস্ব প্রতিবেদন: আজকাল বেশিরভাগ বাড়িতেই কিন্তু বাথরুমে টাইলস বসানো হয়ে থাকে। সৌন্দর্য রক্ষার খাতিরে এবং বাথরুমকে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী করে রাখার জন্য এই টাইলসের ভূমিকা রয়েছে ব্যাপক পরিমাণে। তবে সঠিক সময় মতন যদি এটাকে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু জলের আয়রনের দাগের পাশাপাশি নানান রকমের কালচে দাগছোপ এর মধ্যে দেখা যায়।। মোটামুটি যাদের বাড়ির বাথরুমে টাইলস রয়েছেন তারা সকলেই এই সমস্যার ভুক্তভোগী।




আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই নিয়ে চলে এসেছি আপনাদের এই সমস্যার সমাধান। এর আগেও বিভিন্ন পদ্ধতির মাধ্যমে টাইলস পরিষ্কারের উপায় আমরা শেয়ার করে নিয়েছি। তবে আজ যে পদ্ধতিটি বলবো সেটা কিন্তু খুবই সহজ আর সুন্দর।যদি আপনার বাড়ির বাথরুমও খুব নোংরা হয়ে গিয়ে থাকে, তাহলে ভুলেও আমাদের আজকের এই প্রতিবেদন টি মিস করবেন না।
এই পদ্ধতিতে বাথরুম পরিষ্কার করার জন্য আপনাদের প্রথমেই এই বিশেষ টয়লেট ক্লিনারটি নিয়ে নিতে হবে, যেটির নাম হলো ভিক্সল। আশেপাশের অনেক দোকানেই কিন্তু এটা খুব সহজে আপনারা কিনতে পেয়ে যাবেন। শুধুমাত্র টাইলস নয় যে কোন প্লাস্টিকের জিনিসও আপনারা এই উপকরণটির সাহায্যে সহজেই একেবারে পরিষ্কার আর ঝকঝকে করে তুলতে পারবেন।১ মগ জলের জন্য আপনারা সামান্য পরিমাণে ভিক্সল(VIXOL) ব্যবহার করবেন।




এবার এই রাসায়নিক মেশানো জলটিকে বাথরুমের টাইলসের সমস্ত জায়গায় আপনাদের ছড়িয়ে নিতে হবে। তারপর একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিট সময় পর্যন্ত ঘষে নেবেন। দেখবেন টাইলসের উপরে থাকা যেকোনো ধরনের দাগ খুব সহজেই উঠে যাচ্ছে।
এরপর আপনাকে জল দিয়ে ভালোভাবে টাইলসের উপরিভাগ ধুয়ে দিতে হবে। কোন রকমের দাগ ছোপ কিংবা লালচে ভাব কিন্তু আর বাথরুমের টাইলস থাকবে না। অন্ততপক্ষে সপ্তাহে একবার হলেও এই পদ্ধতিতে আপনারা পরিষ্কার করুন। দেখবেন দীর্ঘ সময় ধরে এই টাইলস থাকবে ব্যবহারের উপযোগী আর নতুনের মত সুন্দর।











