কোন রকমের কাঁচা বা ওয়াশিং মেশিনের ঝামেলা ছাড়াই পরিষ্কার করে ফেলুন বাড়িতে থাকা সোফা সেট, শিখে নিন পদ্ধতি









নিজস্ব প্রতিবেদন: কমবেশি প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু সোফা সেট পরিষ্কার করা একটা ঝামেলার বিষয় হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে ব্যবহারের পরে সোফার উপরের কভারে বা সাধারণ সোফার গায়ে কিন্তু একটা কালচে রঙের আস্তরণ বা দাগ ছোপের সৃষ্টি হয় যেটা কোনরকম ভাবেই উঠানো যায় না।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কোন রকমের কাঁচা বা ধোয়ার ঝামেলা ছাড়াই বা ওয়াশিং মেশিনের ব্যবহার না করেই সম্পূর্ণ ভিন্ন ধরনের পদ্ধতিতে সোফা পরিষ্কার করে আপনাদের দেখাবো। যারা এটি নিয়ে সমস্যায় আছেন অবশ্যই প্রতিবেদনটির শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে ফেলুন।




প্রথমেই আপনাদের তিন থেকে চারটি লেবু নিয়ে একটা পাত্রের মধ্যে ছাকনির সাহায্যে লেবুর রস গুলোকে বের করে নিতে হবে।। আপনারা চাইলে এই কাজের জন্য সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন লেবুর মধ্যে থাকা বীজ বা অন্য উপকরণ যাতে এই রসের মধ্যে না চলে যায়। এরপর একটা বড় পাত্রের মধ্যে মোটামুটি উষ্ণ গরম জল নিয়ে নিন। এমন জল নেবেন যেটার মধ্যে খুব সহজেই কিন্তু হাত ডোবানো যাবে।




তারপর আগে থেকে বের করে রাখা লেবুর রসটাকে এই জলের মধ্যে যোগ করুন। তারপর এই মিশ্রনের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে দুই চা চামচ পরিমাণে বেকিং সোডা, এক চা চামচ পরিমাণে শ্যাম্পু। ভালোভাবে এই সমস্ত উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিন।
এবার আপনাকে একটা সুতির কাপড় অথবা পুরনো টাওয়াল নিয়ে নিতে হবে। তারপর এই জলের মধ্যে মিশিয়ে ভালোভাবে সোফার যেখানে যেখানে দাগ অথবা ছোপ রয়েছে সেখানে আলতো ভাবে ঘষে পরিষ্কার করে নিন। ভালোভাবে সম্পূর্ণ সোফা পরিষ্কার করা হয়ে গেলে আপনারা ঘরের ফ্যান চালিয়ে এটাকে কিন্তু সহজেই শুকিয়ে নিতে পারবেন। বিস্তারিত জানতে হলে আপনারা প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটাও দেখে নিতে পারেন।











