মুহূর্তেই পোড়া গ্যাসের চুলা ও বার্নার পরিষ্কার করুন, শুধুমাত্র কাজে লাগান এই গোপন ট্রিকস

নিজস্ব প্রতিবেদন: রান্নাঘর পরিষ্কার করার পরে গ্যাসের ওভেন এবং বার্নার পরিষ্কার করা নিয়ে কিন্তু গৃহিণীদের বেশ সমস্যায় ভুগতে হয়।কারণ রান্নার সময় তেল, মসলা বা খাবার গ্যাসে পড়ে এবং আগুনের কারণে এসব জিনিসও পুড়ে যায়।

পোড়া গ্যাস পরিষ্কার করা আমাদের জন্য শুধু কঠিনই নয়, পোড়া খাবার দূর করতেও অনেক পরিশ্রম করতে হয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই খুব সহজ কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে নেব যাতে সহজেই কিন্তু এগুলো পরিষ্কার করে নেয়া যাবে।। চলুন তাহলে সময় নষ্ট না করে আমাদের আজকের এই প্রতিবেদনটা শুরু করা যাক।

১)গ্যাসের চুলায় পোড়া খাবার

পরিষ্কার করার উপায়:

গ্যাসের চুলায় কোনোভাবে খাবার পোড়া থেকে গেলে সেটাকে কিন্তু খুব সহজ উপায়ের সাহায্যে পরিষ্কার করা যেতে পারে।রান্নার পর গ্যাসে জল ও ভিনেগার দিয়ে ১৫ মিনিট রেখে দিন। আপনি সামান্য বেকিং সোডা যোগ করতে পারেন। ১৫ মিনিট পর স্ক্রাবার দিয়ে ঘষুন এবং জল দিয়ে পরিষ্কার করুন। দেখবেন খুব সহজেই পোড়া খাবারের আস্তরণ এখান থেকে উঠে যাবে।

২)কিভাবে গ্যাসের চুলা থেকে পোড়া কালো দাগ দূর করবেন?

দ্বিতীয় যে জিনিসটা আলোচনা করব তা নিশ্চয়ই আপনারা শিরোনাম দেখেই বুঝে গিয়েছেন।এক্ষেত্রে বেকিং সোডা ও ভিনেগার ব্যবহার করা যেতে পারে। এর সাথে লেবু মেশানো হলে ভালো কাজ করবে। এজন্য প্রথমে জল গরম করে তাতে লেবুর রস, বেকিং সোডা ও ভিনেগার মিশিয়ে নিন। টা সফট কাপড়ের সাহায্যে এটাকে গ্যাসের চুলার উপরে ভালোভাবে লাগিয়ে দিন। তারপর একটা টুথব্রাশের সাহায্যে ভালোভাবে চুলা পরিষ্কার করে নিন। অবশেষে জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু এটা একেবারে নতুনের মত ঝকঝক করবে।

৩)পোড়া বার্নার পরিষ্কার করার পদ্ধতিঃ

চুলা পরিষ্কার করা খুব একটা কঠিন না হলেও বার্নার পরিষ্কার করা কিন্তু বেশ সময় সাপেক্ষ আর ঝামেলার কাজ। এর জন্য আপনাকে খুব সাবধানে বার্নার খুলে নিতে হবে।তারপর ডিটারজেন্ট লাগিয়ে কলের নিচে রেখে ধুয়ে ফেলুন।

এছাড়াও, একটি পাত্রে ভিনেগার রাখুন এবং এটি ভিজিয়ে রেখে দিন তাতে এক ঘণ্টা। তারপরে একটি শক্ত স্পঞ্জ বা পুরানো টুথব্রাশ দিয়ে আলতো করে স্ক্রাব করুন। করার পর এটি চলমান জলের নীচে পরিষ্কার করুন। ধীরে ধীরে ভালোভাবে মুছে দিলেই কিন্তু দেখবেন বার্নার নতুনের মতন চকচকে হয়ে গিয়েছে।গ্যাসে লাগিয়ে একবার দেখে নেবেন কেমন ফ্ল্যেম আসছে।

Back to top button