খুবই কম ওজনের মধ্যে লেটেস্ট ডিজাইনের ৮ টি পলা নেকলেসের কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে বেশিরভাগ মহিলারাই কিন্তু গয়না হিসেবে অনেক হাল ফ্যাসানের জিনিস ট্রাই করতে ভালোবাসেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের জন্য শেয়ার করুন এবং কিছু পলা নেকলেসের ডিজাইন। কালেকশনগুলো আপনাদের ভাল লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।

১) প্রতিবেদনের শুরুতেই যে পলা নেকলেস টা দেখাতে চলেছি তার ঠিক দুদিকে অনেকটা হাতির দাঁতের মতন পলাটা বসানো রয়েছে এবং মাঝখানে রয়েছে মঙ্গলসূত্রের মতন ডিজাইন। সঙ্গে মানানসই কানের পেয়ে যাবেন আপনারা। আনুমানিক মূল্য ৬২০০০ টাকা।

২) শাখা আর পলার কম্বিনেশনে তৈরি একটা নেকলেস এবার আপনাদের দেখাবো। ফ্লাওয়ার মোটিভের উপর এটাতে কাজ করা রয়েছে। দাম পড়বে ২৪ হাজার ৫০০ টাকা।

৩) সম্পূর্ণ পলার ডিজাইনে ড্রপের কাজ করা এই নেকলেস তাও আপনাদের ভালো লাগতে পারে। সাথে একই রকমের একটা কানের দুল পেয়ে যাবেন আপনারা। ২৮ হাজার টাকা এটার আনুমানিক মূল্য।

৪) সম্পূর্ণ পলার উপরে এখানে লতাপাতার মত ডিজাইন এ কাজ করা রয়েছে এবং কণ্ঠনালী বরাবর রয়েছে একটা বিস্কুটের মতন ডিজাইন। ১৮ হাজার ৬০০ টাকা এটার আনুমানিক মূল্য।

৫) সম্পূর্ণ ব্রাইড রেড কালারের পড়ার উপরে পাতার কাজ করে এই কালেকশনটা তৈরি করা হয়েছে। কণ্ঠনালী বরাবর রয়েছে মিনা কারি কাজ সহ ঘটের ডিজাইন।২৩ হাজার টাকার মধ্যেই কালেকশন টা পেয়ে যাবেন।

৬) আবারো হাতির দাঁতের মতন পলার কাজ করা একটা ডিজাইন আপনাদের দেখাবো যেটার ঠিক কণ্ঠনালী বরাবর রয়েছে কল্কার নকশায় কাজ। ৭৪ হাজার ৭০০ টাকায় কালেকশন টার আনুমানিক মূল্য।

৭) ফ্লাওয়ার মডিবের উপর এই কলা নেকলেসটা তৈরি করা হয়েছে। এর সঙ্গে যে কানপাশাটা রয়েছে সেটাও ফ্লাওয়ার ডিজাইনে তৈরি করা। ৮১ হাজার টাকা এটার আনুমানিক মূল্য

৮) প্রতিবেদনের একদম শেষে যে কালেকশনটা আপনাদের দেখাতে চলেছি সেটার উপরে বেশ সুন্দরভাবে ফ্লাওয়ারসহ আরো নানান ধরনের কারুকার্য করা রয়েছে। নীচের অংশে রয়েছে ঝালরের কাজ। ৪৮ হাজার টাকা এই কালেকশন টার দাম পড়বে।

Back to top button