খুবই কম ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের ৯ টি সোনার কানপাশার কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সোনার তৈরি যে কোন গহনাই কিন্তু মহিলারা পরতে খুবই পছন্দ করে থাকেন। বিশেষ করে সেটা যদি কানের দুল হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই। আজকের এই বিশেষ প্রতিবেদনে লেটেস্ট ডিজাইনের কিছু কানপাসার কালেকশন আপনাদের দেখাবো যা খুবই কম ওজনের মধ্যে তৈরি করা হয়েছে। চলুন সময় নষ্ট না করে ডিজাইন গুলো দেখে নেওয়া যাক।

১) আজকের এই প্রতিবেদনের শুরুতেই একটি দুর্দান্ত ডিজাইনের জালের কাজ করা কানপাশা আপনাদের দেখাবো। খুব সুন্দর গোলাপী কালারের স্টোন বসিয়ে এটাকে তৈরি করা হয়েছে।

২) এবার পেঁচানো ডিজাইনের মধ্যে একটা কানের দুল আপনাদের দেখাতে চলেছি। এটার উপরেও হোয়াইট কালারের স্টোন দিয়ে খুব সুন্দর করে কাজ করা হয়েছে। যেকোনো অকেশানে আপনারা এটা পড়তে পারবেন।

৩) ট্র্যাডিশনাল ডিজাইনের মধ্যে এবার একটা কানপাশা আপনাদের দেখাবো। এটাও কিন্তু দুর্দান্ত কাজে তৈরি করা হয়েছে। পুজো পার্বণের দিনগুলোর জন্য বেশ ভালো লাগবে।

৪) এবার রাউন্ড ডিজাইনের মধ্যে আরও একটা কানপাশা আপনাদের দেখাতে চলেছি যেটার উপরে হাই পলিশের কাজ করা রয়েছে। বিবাহিত মহিলারা এ ধরনের ডিজাইন ট্রাই করতে পারেন।

৫) রাউন্ড ডিজাইনের মধ্যে এবার যে কালেকশনটি আপনারা দেখতে চলেছেন সেটার উপরে ঝিলে কাটা কাজ খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরকম একটা কালেকশন কিন্তু কমবেশি সকলেই পছন্দ করবে।

৬) ফ্লাওয়ার মতিবের উপর এবার যে ডিজাইনটা আপনাদের দেখাতে চলেছি সেটাতে নিখুঁতভাবে ঝিলে কাটা কাজ ফুটিয়ে তোলা হয়েছে। এই ধরনের ডিজাইন আপনারা উপহার দিতে পারেন।

৭) ছোট ছোট মটরদানার ডিজাইনের এই কানপাশাটা তৈরি করা হয়েছে। নব বধুরা এ ধরনের কালেকশন রেগুলার ইউজের জন্য ট্রাই করে দেখতে পারেন।

৮) একটু ঠাসা ওয়ার্কের মধ্যে কানের দুল নিতে চাইলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। দুর্দান্ত কাজের উপরে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে।

৯) একটু ইউনিক আর লেটেস্ট কালেকশন নিতে চাইলে এই ডিজাইনটা শুধুমাত্র আপনাদের জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Back to top button