একদম কম ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের ৯টি সোনা বাঁধানো পলার কালেকশন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: সোনার তৈরি যে কোন জিনিস পরিধান করতেই কিন্তু মানুষ খুবই পছন্দ করে থাকেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে লেটেস্ট ডিজাইনের কিছু পলা বাঁধানো কালেকশন আপনাদের দেখাবো যা কমবেশি সকলেরই পছন্দ হবে।চলুন তাহলে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক।
১) প্রতিবেদনের শুরুতেই মিনাকারি কাজ করা একটা দারুণ পেস্টিং এর পলা আপনাদের দেখাবো যেটার অল ওভার বডিতে রয়েছে লতার কাজ।। ২৫,৮০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।




২) সূর্যমুখী ফুলের মতন ডিজাইন করা একটা পলা বাধানো এবার আপনাদের দেখাতে চলেছি। বিয়ের দিনের জন্য এই ধরনের একটা কালেকশন খুব সহজেই ক্যারি করতে পারেন। ৩৭,৬০০ টাকা, এটার আনুমানিক মূল্য।
৩) এবার সবুজ রং এর উপরে কল্কার নকশা আর লাল এবং নীল মিনা দিয়ে কাজ করা একটা পলা আপনারা দেখতে চলেছেন। ৪৩ হাজার টাকার মধ্যে এই ধরনের একটা দারুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন।




৪) এবার একটা ব্রাইট রেড কালারের উপরে কলকার নকশা করা পলা আপনাদের দেখাতে চলেছি। এককথায় এটা হলো একটা দারুণ ডিজাইন। ৪৩,২০০ টাকার মধ্যে এই ডিজাইন টা পেয়ে যাবেন।
৫) এবার একটা চওড়া পলা বাঁধানো আপনাদের দেখাতে চলেছি যেটা বিয়ের দিনের জন্য খুবই আদর্শ ডিজাইন। এটার মধ্যে মাছ আর ফুলের নকশা করা রয়েছে। ৫০,৫০০ টাকা এই ধরনের একটা ডিজাইন তৈরি করতে গেলে আপনাদের খরচ পড়বে।




৬) এবার একটা পাতের কাজ করা পলা বাঁধানো আপনাদের দেখাবো। চওড়া ডিজাইনের উপরে এটাতে খুব সুন্দর করে ঝিলে কাটা কাজ করা রয়েছে।। বিয়ের দিন নববধুর হাতে এই ধরনের একটা ডিজাইন দারুন লাগবে।
৭) এবার পাতার মতন নকশা করা একটা পেস্টিং এর পলা আপনাদের দেখাতে চলেছি। ভীষণ সুন্দর এই ডিজাইন টা আপনারা যে কোন অকেশনে ট্রাই করতে পারেন।




৮) ফ্লাওয়ারের ডিজাইন এর পাশে কলকার নকশা করা পেস্টিংয়ের পলা বাঁধানো আমাদের আট নম্বরের কালেকশনে রয়েছে। যে কোন অকেশানেই এই ডিজাইন টা দারুন মানাবে।
৯) আসা যাক আমাদের প্রতিবেদনের সর্বশেষ ডিজাইনে। এটাও একটা পেস্টিংয়ের পলার ডিজাইন। যার উপরে স্কয়ার শেপের কাটিং আর বরফি শেপের কাটিংয়ের কাজ নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।











