খুবই কম ওজনের মধ্যে লেটেস্ট ডিজাইনের ৮টি ব্রাইডাল নেকলেসের কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সোনার তৈরি সমস্ত ধরনের জুয়েলারির প্রতি মানুষের এক প্রকার আলাদা রকমের ভালোবাসা রয়েছে। যেকোনো অকেশনে অথবা বিশেষ কোন দিনে তাই সব থেকে বেশি লক্ষ্য করা যায় এর ব্যবহার। আজ আমরা ব্রাইডাল কালেকশন হিসেবে কিছু লেটেস্ট ডিজাইনের নেকলেসের সেট আপনাদের দেখাবো। অসাধারণ কারুকার্যের উপর প্রত্যেকটা নেকলেস তৈরি করা হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে।

১) প্রতিবেদনের শুরুতেই একটা জড়োয়া নেকলেসের সেট আপনাদের দেখাতে চলেছি যেটা বিয়ের দিন গলায় পড়লে আর অন্য কোন গয়না পরার দরকার হবে না। এটার সাথে আপনারা মানানসই কানের দুল পেয়ে যাবেন। সম্পূর্ণ সেটটির দাম পড়বে ১ লক্ষ ৬০ হাজার টাকা।

২) ঠাসা ওয়ার্কের মধ্যে সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটু ইউনিক ডিজাইনে কাজ করা এই নেকলেস টাও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। ৮০ হাজার টাকার মধ্যেই কালেকশন টা পেয়ে যাবেন।

৩) এবার যে কালেকশনটি আপনারা দেখতে চলেছেন সেটা অনেকটা হাঁসুলির মতন ডিজাইনের চেনের কাজ করে ভরাট ভাবে তৈরি করা হয়েছে। এই কালেকশনটির দাম পড়ছে ১,২০,৮৬২ টাকা।

৪) যে নেকলেস টি আপনারা দেখতে চলেছেন এবারে সেটার মধ্যে সম্পূর্ণ স্টোন এর কাজ ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁতভাবে। এত দারুন ডিজাইন কিন্তু চট করে দেখা যায় না। ৫০০০০ টাকার মধ্যে এরকম একটা কালেকশন পেয়ে যাবেন।

৫) এবার যে ডিজাইনটি আপনারা দেখতে চলেছেন সেটা সম্পূর্ণ ঠাসা ওয়ার্ক এর মধ্যে একটা ভরাট কাজ করে তৈরি করা হয়েছে। এরকম একটা নেকলেস কিন্তু আপনারা বৌভাতের দিন অথবা বিয়ের দিন রাতে ক্যারি করতে পারেন। ১,২০,০০০ টাকা এই ধরনের একটা কালেকশন তৈরি করতে গেলে আপনাদের খরচ পড়বে।

৬) বালি ফস্টিং এর উপরে সুন্দর মিনাকারি কাজ করা এই ডিজাইন টাও কিন্তু বিয়ের দিন দারুন মানাবে। যারা একটু ইউনিক ডিজাইনের নেকলেস পছন্দ করে থাকেন এটা তাদের জন্য আদর্শ।১,১৭,৯৬২ টাকার মধ্যে এই ধরনের একটা ডিজাইন পেয়ে যাবেন।

৭) রিসেপশনের দিনের জন্য এবার একটা খুবই হালকা ডিজাইনের মধ্যে দারুন কাজ করা নেকলেস আপনাদের দেখাবো। ৬০,৩২৯ টাকা এটার দাম পড়বে।

৮) খুবই কম রেঞ্জের মধ্যে হালকা ওজনের নেকলেস যারা পছন্দ করে থাকেন এটা তাদের জন্য। তবে নেকলেসটির যা ডিজাইন রয়েছে বিয়ের দিন খুব সহজেই ক্যারি করতে পারবেন। ২০,৬০০ টাকা এটার আনুমানিক মূল্য।

Back to top button