খুবই কম ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের ৮ টি সোনার জুয়েলারির কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সোনার গয়নার সাথে বহু যুগ ধরেই কিন্তু মানুষের এক প্রকার ভিন্ন ধরনের আবেগ জড়িয়ে রয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে কিছু লেটেস্ট ডিজাইনের সোনার জুয়েলারির কালেকশন শেয়ার করে নেব। বিভিন্ন ডিজাইনার নেকলেস থেকে শুরু করে শাঁখা পলা বাঁধানো সবকিছুই রয়েছে এখানে। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের প্রতিবেদনটি শুরু করা যাক।

১) প্রতিবেদনের শুরুতেই একটি ফ্লাওয়ার মোটিভের মুখ শাখা আপনাদের দেখাতে চলেছি।৭০,৫০০ টাকার মধ্যে এই কালেকশনটা পেয়ে যাবেন।

২) ফ্লাওয়ার আর চেনের কাজ করা একটি চাঁদ বালি কানের দুল আপনাদের দেখাতে চলেছি। মাত্র ৩৭ হাজার ১০০ টাকার মধ্যে এই ধরনের একটা সুন্দর ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারবেন।।

৩) প্রতিবেদনের তিন নম্বর ডিজাইন হিসেবে আপনাদের যে নেকলেসটি দেখাবো সেটাও কিন্তু খুব সুন্দর ফিনিশিং এর উপর তৈরি করা হয়েছে এবং বিয়ের দিন যারা হালকা গয়না পরতে চান এটা তাদের জন্য আদর্শ। এই কালেকশনটারও দাম পড়বে ৩৭ হাজার ১০০ টাকা।

৪) এবার একটা কলকার ডিজাইনে তৈরি নোয়া বাঁধানো আপনাদের দেখাতে চলেছি। ৩৪৫০০ টাকা এটা তৈরি করতে গেলে আপনাদের খরচ পড়বে।

৫) এবার সরু বিটের কাজ করা একটা চ্যানেল শাখা আপনাদের দেখাতে চলেছি।ম্যাট আর ঝিলের কম্বিনেশনে এটাকে তৈরি করা হয়েছে।। ৩১,৮০০ টাকা এই কালেকশনটার আনুমানিক মূল্য।

৬) এবার একটা গ্লাস ডিজাইনের বালা আপনাদের দেখাতে চলেছি যেটা দাম পড়ছে ১,২৭,২০০ টাকা। যেকোনো বিয়ের দিন অথবা বিশেষ কোন বড় অকেশানে আপনারা এরকম একটা ডিজাইন ট্রাই করতে পারেন। এটার ওজন থাকছে ২৪ গ্রাম।

৭) এবার একটা বাটারফ্লাই ডিজাইনের উপর মিনা কারি লকেট আর চেনের কম্বিনেশন আপনাদের দেখাবো যেটা বিশেষ কোন অকেশনে পড়ার জন্য অথবা গিফট দেওয়ার জন্য একেবারেই আদর্শ। ৩৭,১০০ টাকার মধ্যে এই সুন্দর ডিজাইন টা আপনারা পেয়ে যাবেন ।

৮) খুবই হালকা ওজনের মধ্যে কাজ করা একটা সীতাহার এবার আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এরকম একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন মাত্র ৫৩ হাজার টাকার মধ্যে।

Back to top button